দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই ‘অবৈধ অভিবাসন’ এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে রণংদেহী মূর্তি ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ক’দিন আগেই কলম্বিয়া সহ বেশ কিছু দেশে ‘অবৈধ অভিবাসীদের’ ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এবার সারিক বিমানে করে ভারতীয়দের দেশে পাঠাচ্ছে ট্রাম্প(Donald Trump)। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে ‘ডিপোর্ট’ করল আমেরিকা। এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সারিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।
রিপোর্ট অনুযায়ী, আমেরিকায় ভারতীয় অবৈধ অভিবাসীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে এর আগে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছিলেন ট্রাম্প। এই নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ভারত সঠিক কাজ করবে’। এদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও এই নিয়ে কথা বলেছেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। এই আবহে বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছিল, কোনও ভারতীয় নাগরিক যদি অবৈধ ভাবে আমেরিকায় বসবাস করে থাকে তাহলে তাদের ফেরত নিতে কোনও আপত্তি নেই ভারতের।
সম্প্রতি আবার নিউ ইয়র্ক এবং নিউ জার্সির একাধিক গুরুদ্বারে অভিযান চালিয়েছিল মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। অবৈধ ভাবে মার্কিন মুলুকে বসবাস করা শিখ সম্প্রদায়ের ব্যক্তিদের চিহ্নিত করতেই এই অভিযান চালানো হয়েছিল। উল্লেখ্য, এর আগে নিয়ম ছিল, অবৈধ অভিবাসী ধরতে কোনও ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। তবে ক্ষমতায় আসার পরে আমেরিকার সেই নিয়মকে বাতিল করেন ট্রাম্প। এই আবহে অবৈধ ভারতীয় অভিবাসীদের ধরতে মার্কিন মুলুকের গুরুদ্বারে অভিযান চালানো হয়।
উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই অভিবাসন এবং নাগরিকত্ব নিয়ে একের পর এক কঠোর নীতি কার্যকর করেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের কার্যকালের প্রথমদিনই একাধিক নির্বাহী নির্দেশিকায় স্বাক্ষর করেছেন ট্রাম্প। এর জেরে বহু ভারতীয় প্রভাবিত হতে চলেছেন। অনেক ভারতীয় অভিবাসীর মাথায় গভীর চিন্তার রেখা দেখা দেয়। এহেন পরিস্থিতিতে ওয়াশিংটন ডিসি সফরকালে এস জয়শংকরকে এই নিয়ে প্রশ্ন করা হয়েছিল। জানতে চাওয়া হয়েছিল, মার্কিন মুলুকে অবৈধ ভারতীয় অভিবাসীদের যদি ট্রাম্প প্রশাসন ‘ডিপোর্ট’ করে, তাহলে কী ভারত তাদের গ্রহণ করবে? জবাবে জয়শংকর অকপটে জানিয়ে দেন, ভারতীয় অভিবাসীদের নিজেদের দেশে ফেরার বিষয়ে সবসময়ই ইতিবাচক মনোভাব রয়েছে ভারত সরকারের। তবে এভাবে সামরিক বিমানে করে ভারতীয়দের ‘ডিপোর্ট’ করার বিষয়টি দিল্লি কোন চোখে দেখবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। এদিকে আগামী ১৩ ফেব্রুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নাকি আবার নরেন্দ্র মোদীর দেখা হওয়ার কথা। তার আগে মার্কিন মুলুক থেকে এভাবে ভারতীয়দের ‘ডিপোর্ট’ করার বিষয়টি বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।