পাকিস্তানে মার্কিন নাগরিকদের সফর নিয়ে ট্রাভেল অ্যাডভাইসারি জারি করে সতর্ক করল আমেরিকা। মার্কিন নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তায় আমেরিকা সাফ জানায়, পাকিস্তানের কয়েকটি জায়গার নাম,যেখানে মার্কিন নাগরিকদের কোনও মূল্যেই সফর করতে বারণ করছে ট্রাম্প প্রশাসন। এলাকায় সন্ত্রাসবাদ ও অস্ত্রের সংঘাতের ঝুঁকির কথা উল্লেখ করে পাকিস্তানে সফর করার আগে ‘পুনর্বিবেচনা করে’ সফর করা উচিত বলে মার্কিন নাগরিকদের প্রতি বার্তায় ট্রাম্প প্রশাসন জানিয়েছে।
শুক্রবার মার্কিন নাগরিকদের জন্য ট্রাম্প প্রশাসনের তরফে যে ট্রাভেল অ্যাডভাইসারি জারি করা হয়েছে, তাতে পাকিস্তানের ভারত ও পাক সীমান্ত, খাইবার পাখতুনখোয়া, বালুচিস্তানে সফর না করতে বলা হয়েছে। অ্যাডভাইসারিতে সাফ ভাষায় লেখা রয়েছে,’ সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে পাকিস্তান ভ্রমণ পুনর্বিবেচনা করুন।’
বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া নিয়ে কী বলল আমেরিকা?
বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়ায় মার্কিন নাগরিকদের সফর না করার কথা বলেছে ট্রাম্র প্রশাসন। চরম সতর্কবার্তায় ওই অ্যাডভাইসারিতে আমেরিকা বলেছে,’পাকিস্তানে সহিংস চরমপন্থী গোষ্ঠীগুলি হামলার পরিকল্পনা অব্যাহত রেখেছে। বালুচিস্তান প্রদেশ এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশে সন্ত্রাসী হামলা প্রায়শই ঘটে। বড় আকারের সন্ত্রাসী হামলায় অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে, এবং ছোট আকারের হামলাও ঘন ঘন ঘটছে।’ ট্রাম্পশাসিত মার্কিন সরকার বলছে,’সন্ত্রাসবাদ এবং চরমপন্থী উপাদানগুলির চলমান সহিংসতার ফলে নাগরিকদের পাশাপাশি স্থানীয় সামরিক ও পুলিশ সংক্রান্ত ক্ষেত্রে লক্ষ্য করেও নির্বিচারে আক্রমণের ঘটনা ঘটেছে। সন্ত্রাসীরা পরিবহন কেন্দ্র, বাজার, শপিং মল, সামরিক স্থাপনা, বিমানবন্দর, বিশ্ববিদ্যালয়, পর্যটন আকর্ষণ, স্কুল, হাসপাতাল, উপাসনালয় এবং সরকারি স্থাপনা লক্ষ্য করে সামান্য বা কোনও সতর্কতা ছাড়াই আক্রমণ করতে পারে।’ বড়সড় সতর্কবার্তায় আমেরিকা ওই অ্যাডভাইসারিতে জানিয়ে রেখেছে,’ সন্ত্রাসীরা অতীতে মার্কিন কূটনীতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলিকে লক্ষ্যবস্তু করেছে।’
ভারত-পাকিস্তান সীমান্ত এলাকা নিয়ে কী বলা হয়েছে?
পাকিস্তানের ভারত-পাক সীমান্ত এলাকায় কোনও মতেই যাতে কোনও মার্কিন নাগরিক সফর না করেন, সেই বিষয়ে সতর্ক করা হয়েছে নাগরিকদের। মার্কিন অ্যাডভাইসারি বলছে,’ নিয়ন্ত্রণ রেখা বরাবর এলাকাগুলি সহকোনও কারণে ভারত-পাকিস্তান সীমান্তেের ধারে কাছেও সফর করবেন না। জঙ্গি গোষ্ঠীগুলি এই অঞ্চলে সক্রিয় বলে জানা যায়। ভারত ও পাকিস্তান সীমান্তের নিজ নিজ দিকে শক্তিশালী সামরিক উপস্থিতি বজায় রেখেছে।’