US Tariff impact on India Latest Update। ভারতকে শুল্কে ছাড় দিতে পারেন ট্রাম্প? 

Spread the love

বর্ধিত মার্কিন শুল্ক কার্যকর হওয়ার নির্ধারিত সময়সীমার আগে বড় স্বস্তি পেতে পারে ভারত? এমনই ইঙ্গিত মিলছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের রিপোর্টে। সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ভিয়েতনাম, ভারত ও ইজরায়েলের সঙ্গে নাকি বাণিজ্য আলোচনা করথে মার্কিন যুক্তরাষ্ট্র। দাবি করা হচ্ছে, এই তিন দেশের সঙ্গে আমেরিকার আলোচনা সফল হলে তাদের ক্ষেত্রে শুল্ক স্বস্তি দিতে পারেন ট্রাম্প। তা না হলে এসব দেশের পণ্য থেকে সেই নতুন হারেই শুল্ক আদায় করা হবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছেন, যা প্রস্তাবিত শুল্ক বাস্তবায়নের আগে ফলপ্রসূ হলে সেই বর্ধিত শুল্ক আরোপ করা নাও হতে পারে এই তিনটি দেশের ওপর। এদিকে এই সবের মাঝেই অবশ্য চিন এবং কানাডার মতো দেশ আমেরিকর ওপর পালটা শুল্ক চাপিয়ে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। এদিকে ট্রাম্প দাবি করেছেন, এই অতিরিক্ত শুল্ক বজায় থাকবে। ট্রাম্পের বক্তব্য, ‘প্রত্যেক দেশ আমাদের সঙ্গে কথা বলতে ডাকছে। এটাই আমাদের কৌশলের সৌন্দর্য, আমরা নিজেদেরকে চালকের আসনে বসিয়েছি। যতক্ষণ না তারা আমাদের ভালো কোনও প্রস্তাব দিচ্ছে…’

জানা গিয়েছে, ভারত, ইজরায়েলের মতো দেশগুলি আমেরিকার সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তির বাস্তবায়ন ফাস্টট্র্যাক করতে চাইছে। এদিকে শুল্ক কার্যকর করার সময়সীমার আগে যাতে এই পৃথক বাণিজ্য চুক্তিগুলি হতে পারে, তা নিয়ে নাকি ব্যক্তিগত ভাবে ট্রাম্প নিজে প্রচেষ্টা চালাচ্ছেন। প্রসঙ্গত, গত ২ এপ্রিল ৫৭টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ১৬টি দেশকে আবার খানিক স্বস্তি দেন ট্রাম্প। স্বস্তি পাওয়া দেশগুলির তালিকায় নাম আছে ভারত, পাকিস্তানেরও। ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর আরোপিত পারস্পরিক শুল্ক ২৭ শতাংশ থেকে কমিয়ে ২৬ শতাংশ করেন। এর আগে হোটাইট হাউজের সরকারি নথিতে ভারতের ওপর ২৭ শতাংশ শুল্ক আরোপের কথা জানানো হয়েছিল।

এর পাশাপাশি সদ্য প্রকাশিত নথি অনুযায়ী, বসনিয়া ও হার্জেগোভিনার শুল্ক ৩৬ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া বতসোয়ানার পারস্পরিক শুল্ক ৩৮ শতাংশ থেকে কমিয়ে ৩৭ শতাংশ করা হয়েছে। একইভাবে ক্যামেরুন, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, মালাউই, মিয়ানমার, নিকারাগুয়া, নরওয়ে, পাকিস্তান, ফিলিপাইন, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, সুইজারল্যান্ড, থাইল্যান্ড ও ভানুয়াতুতেও এক শতাংশের ছাড় দেওয়া হয়েছে। পাকিস্তানের পারস্পরিক শুল্কও ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৯ শতাংশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *