US Vice President JD Vance। ভারত সফরে আসবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট

Spread the love

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ১৮ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ভারত ও ইতালি সফর করবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট সংশ্লিষ্ট দেশের নেতাদের সাথে অভিন্ন অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক অগ্রাধিকার নিয়ে আলোচনা করবেন বলে খবর।

ভ্যান্সের একজন মুখপাত্র সিবিএস নিউজকে বলেন, মার্কিন ভাইস প্রেসিডেন্ট চলতি সপ্তাহে ইতালি সফর করবেন এবং তারপর ভারত সফরে যাবেন।

ভারতে এসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট নয়াদিল্লি, জয়পুর ও আগ্রা সফর করবেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করবেন।

ভ্যানসের সফরটি সম্ভবত একটি ব্যক্তিগত সফর হতে পারে, যদিও এতে সরকারী উপাদান থাকবে, উপরে উদ্ধৃত ব্যক্তিরা বলেছেন।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট সাংস্কৃতিক নানা কর্মসূচিতে অংশ নিতে পারেন।

ইতালির রোমে ভাইস প্রেসিডেন্ট দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ করবেন। ভাইস প্রেসিডেন্ট ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট কার্ডিনাল পিয়েত্রো পারোলিনের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

এই সফরকে ঘিরে ইতিমধ্য়েই নানা মহলে আগ্রহ তৈরি হয়েছে। ১৮ এপ্রিল থেকে এই সফর শুরু হবে। এরপর সেই সফর শেষ হবে ২৪শে এপ্রিল। সেই সফরের মধ্য়ে তিনি ইতালি ও ভারতে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *