USA Hindu Temple vandalized। মার্কিন মুলুকে ১০ দিনে দ্বিতীয়বার ‘হামলা’ মন্দিরে

Spread the love

ক্যালিফোর্নিয়ার স্যাক্রেমেন্টো এলাকায় অবস্থিত বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে হামলা মন্দিরের দেওয়ালে লেখা হল হিন্দু বিরোধী স্লোগান। ঘটনাটি ঘটেছে ২৫ সেপ্টেম্বর রাতে। সম্প্রতি নিউইর্কের মেলভিলে এই একই ধরনের ঘটনা ঘটেছিল বিএপিএস স্বামীনারায়ণ মন্দিরে। সেই ঘটনার ১০ দিন যেতে না যেতেই এবার ক্যালিফোর্নিয়ার মন্দিরে এই ঘটনা ঘটল। জানা যাচ্ছে, মন্দিরের দেওয়ালে ‘হিন্দুস গো ব্যাক’ (হিন্দুরা ফেরত যাও) স্লোগান লেখা হয়েছে। এই আবহে স্থানীয় হিন্দুদের মধ্যে চাঞ্চল্য এবং আতঙ্ক ছড়িয়েছে।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর নিউইয়র্কে স্বামীনারায়ণ মন্দিরে ভাঙুচর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছিল। সেই ভাঙচুর চালানোর ঘটনার তীব্র নিন্দা করে নিউইয়র্কে অবস্থিত ভারতীয় কনস্যুলেট। সেই ‘জঘন্য অপরাধের’ বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের আর্জিও জানানো হয়েছিল মার্কিন প্রশাসনের কাছে। তবে এর মধ্যেই ফের ক্যালিফোর্নিয়ায় একই ধরনের হামলার ঘটনা ঘটল স্বামীনারায়ণ মন্দিরের ওপর। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর আমেরিকা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্প্রতি সেই সফর শেষ করে দেশেও ফিরেছেন তিনি। সেই সফরের প্রাক্কালে এবং পরবর্তীকালে মন্দিরের ওপর হামলায় স্বভাবতিই মার্কিন নিবাসী হিন্দুরা শঙ্কিত। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই আমেরিকার হিন্দু প্রতিষ্ঠানগুলিতে হামলা চালানোর হুমকি দেওয়া হচ্ছিল। এই ঘটনাকে ঘৃণাসূচক অপরাধ হিসেবে ধরে নিয়ে তদন্ত করার দাবি জানিয়েছে হিন্দু সংগঠনটি। মন্দিরের ভক্তদের আতঙ্কিত করার চেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ তাদের। এদিকে পরপর একই ধরনের ঘটনায় মার্কিন মুলুকে বসবাসরত হিন্দুদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

এদিকে গতবছরের শেষের দিকেও ক্যালিফোর্নিয়ার অন্য এক স্বামীনারায়ণ মন্দিরে হামলা হয়েছিল। গত ২৩ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার নেওয়ার্ক শহরে এক হিন্দু মন্দিরে হামলা চালায় খলিস্তানিপন্থীরা। খলিস্তানি বিচ্ছিনতাবাদী জার্নেল সিংহ ভিন্দ্রানওয়ালের নাম গ্রাফিটি আকারে লিখে দেওয়া হয় সেই মন্দিরের দেওয়ালে। এরপর চলতি বছরেরই জানুয়ারি মাসে সান ফ্রান্সিস্কোর ‘বে এরিয়া’র হেওয়ার্ডে অবস্থিত বিজয় শেরাওয়ালি মন্দিরের দেওয়ালে খলিস্তানি স্লোগান লিখে তা বিকৃত করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *