USA on India over Pannun case। কানাডার বেলায় ‘অন্য পথে’ হাঁটলেও পান্নুনকে খুনের তদন্তে সাহায্য করছে ভারত

Spread the love

গুরপতবন্ত সিং পান্নুনের ঘটনায় ভারতের সঙ্গে যে আলোচনা হয়েছে, তাতে সন্তোষপ্রকাশ করল আমেরিকা। খলিস্তানি জঙ্গি পান্নুনকে হত্যার যে ছক ভেস্তে গিয়েছে, সেটা নিয়ে ভারতের তদন্ত কমিটির সঙ্গে বৈঠক করেন মার্কিন কর্তারা।তারপর আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার জানিয়েছেন, ভারতের সঙ্গে ইতিবাচক বৈঠক হয়েছে। পুরো তদন্ত প্রক্রিয়ায় ভারত পুরোপুরি সহযোগিতা করছে বলে দাবি করেছেন আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র। যদিও বিষয়টি নিয়ে আপাতত ভারতের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

বৃহস্পতিবার (ভারতীয় সময় অনুযায়ী) আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘ফলপ্রসূ বৈঠক হয়েছে। ওরা (ভারত) জানিয়েছে, জাস্টিস ডিপার্টমেন্টের অভিযোগপত্রে যাঁর নাম করা হয়েছিল, তিনি আর ভারত সরকারের কর্মচারী নন। (ভারত সরকারের) তরফে যে সহযোগিতা করা হচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট।’

সেইসঙ্গে আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছেন, ‘এই প্রক্রিয়া চালু থাকবে। বিষয়টি নিয়ে আমরা ওদের (ভারত) সঙ্গে কাজ চালিয়ে যাব। কিন্তু ওরা যে সহযোগিতা করেছে, সেটার প্রশংসা করছি আমরা। ওরা যে তদন্ত চালাচ্ছে, সেটা নিয়ে ওরা আমাদের নিয়মিত জানাবে। আর আমরা যে তদন্ত করছি, তা নিয়ে ওদের নিয়মিত জানাব।’

অন্য পথে চলেছে ভারত, কানাডার বেলায় বলেছে আমেরিকা

আর এমন একটা সময় আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র সেই মন্তব্য করেছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ২৪ ঘণ্টা আগেই খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনায় এই আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেছিলেন, ‘আমরা আগেই স্পষ্টভাবে জানিয়েছে যে অভিযোগ করা হয়েছে, তা অত্যন্ত গুরুতর। আমরা চেয়েছিলাম যে কানাডার সঙ্গে সহযোগিতা করুক ভারত সরকার। কিন্তু অবশ্যই ওরা অন্য পথ বেছে নিয়েছে।’

খলিস্তানি জঙ্গিকে হত্যার ছক হয়েছিল, দাবি আমেরিকার

পান্নুনের ক্ষেত্রে ভারতের ভূমিকায় সন্তোষপ্রকাশ করেছেন আমেরিকার বিদেশ মন্ত্রকের মুখপাত্র। আমেরিকা অভিযোগ করেছিল, পান্নুনকে খুনের ছক তৈরি করার ঘটনায় যে নিখিল গুপ্তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি ভারত সরকারের এক কর্মচারীর সহযোগী। তাঁরা একইসঙ্গে নিউ ইয়র্ক সিটিতে পান্নুনকে খুনের ছক কষেছিলেন। গত জুনের গোড়ার দিকে নিখিলকে চেক প্রজাতন্ত্র থেকে আমেরিকায় আনা হয়েছিল। নিখিল নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।

‘সুপার কিলার’ ও ‘আন্ডার-কভার এজেন্ট’

গত বছর নভেম্বরে ম্যানহাটনের মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে দাবি করা হয়েছিল যে, ভারত থেকে বসে নিউ ইয়র্কে পান্নুনকে হত্যার ছক কষেছিলেন ওই ভারতীয় কর্তা (যিনি এখন ভারত সরকারের কর্মচারী নন)। তিনি দায়িত্ব দিয়েছিলেন নিখিলকে। তিনি যে ব্যক্তির মাধ্যমে ‘সুপার কিলার’ ভাড়া করেছিলেন, তিনি আদতে ‘আন্ডার-কভার এজেন্ট’ ছিলেন। আর ওই ‘সুপার কিলার’-ও আসলে ‘আন্ডার-কভার এজেন্ট’ ছিলেন হওয়ায় পান্নুনকে হত্যার ছক ভেস্তে গিয়েছিল বলে মার্কিন অ্যাটর্নি অফিসের তরফে দাবি করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *