এবার কাশ্মীর(Kashmir) পেতে চলেছে তার প্রথম বন্দেভারত এক্সপ্রেস। উদ্বোধন এপ্রিলেই। বহু মিডিয়া রিপোর্টের দাবি, ধূসর-কমলা রঙের আকর্ষণীয় রূপ নিয়ে কাশ্মীরের রেলপথে নামতে চলেছে দেশের সেমি হাইস্পিড ট্রেনটি। এদিকে, অনেকেই গরমের ছুটিতে কাশ্মীরে সফরের পরিকল্পনা করে ফেলেছেন। তাঁদের কাছে এই ট্রেন ঘিরে স্বভাবতই রয়েছে কৌতূহল। দেখা যাক, এই ট্রেনের উদ্বোধন কবে? কোন রুটে শুরু হচ্ছে ভূস্বর্গের প্রথম বন্দে ভারত এক্সপ্রেস। দেখে নিন।
কবে উদ্বোধন কাশ্মীরের প্রথম বন্দে ভারতের?
সদ্য কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেছেন,’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৯ এপ্রিল উধমপুরে আসবেন। তিনি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু পরিদর্শন করবেন এবং এর উদ্বোধন করবেন। এরপর, তিনি কাটরা থেকে বন্দে ভারত ট্রেনের যাত্রা সূচনা করবেন।’ ফলে ১৯ এপ্রিলই উদ্বোধন হতে চলেছে কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেনের। জানা যাচ্ছে নতুন এই রেল পরিষেবায় জম্মু থেকে শ্রীনগরের মধ্যে দূরত্ব কমবে। প্রসঙ্গত, ২৭২ কিলোমিটারের উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্কের কাজ শেষ হতেই ভূস্বর্গের উপত্যকার বুক চিড়ে ছুটবে কাশ্মীরের প্রথম বন্দেভারত এক্সপ্রেস।
কয়টি কোচ? টিকিট নিয়ে কী জানা যাচ্ছে?
কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেনের উদ্বোধনের খবর প্রকাশ্যে আসলেও তার টিকিট কবে থেকে কাটা যাবে এই ট্রেনের জন্য, তার খবর সেভাবে প্রকাশ্যে আসেনি। তবে জানা যাচ্ছে, কাউন্টারে গিয়ে বা অনলাইনে এই টিকিট কাটা যাবে। খুব শিগগিরই বুকিং শুরু হয়ে যেতে পারে বলে খবর। জানা যাচ্ছে, এই সেমি হাইস্পিড ট্রেন মোট ৮ টি কোচ নিয়ে শুরু করবে যাত্রা। জম্মু থেকে শ্রীনগরের এই বন্দে ভারত ট্রেনে ১ টি এক্সিকিউটিভ ক্লাস ও ৭ টি এসি চেয়ারকার থাকছে। ট্রেনটিতে ৫৩০ জন যাত্রীকে বহন করে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকবে।
কোন রুটে চলবে ট্রেন?
কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেন চলবে শ্রীমাতা বৈষ্ণুদেবী কাটরা থেকে। আর তার গন্তব্য, শ্রীনগর। জানা যাচ্ছে, বন্দে ভারতে চড়ে কাটরা থেকে শ্রীনগর পৌঁছনো যাবে ৩ ঘণ্টায়। এই রুটে এমনিতে সময় লাগে ৬ থেকে ৭ ঘণ্টা। সেই দীর্ঘ সময়ই কমিয়ে দেবে বন্দে ভারত।
টাইমটেবিল:-
উল্লেখ্য, শীতকালে যাতে অসুবিধা না হয়, তার কথা ভেবে কাশ্মীরের এই বন্দেভারতকে বিশেষভা বেসাজানো হয়েছে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হচ্ছে, কাটরা-শ্রীনগর রুটে বন্দে ভারত ট্রেনটি ছাড়বে সকাল ৮ টা ১০ মিনিটে, শ্রীনগর পৌঁছবে ১১.২০ মিনিটে। শ্রীনগর থেকে এটি সকাল ৮.৫৫ মিনিটে আর কাটরা পৌঁছে যাবে ১২.০৫ মিনিটে।