Vanuatu Citizen Lalit Modi। ভানুয়াতুর নাগরিকত্ব মানেই সুখের দরজা! কী কী সুবিধা? 

Spread the love

ভারতের পাসপোর্ট জমা দিতে আবেদন করেছেন ললিত মোদী(Lalit Modi)। ভানুয়াতুর নাগরিক হয়েছেন তিনি। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদী। ভানুয়াতুতে ডেরা নিয়েছেন তিনি। সেখানকার নাগরিকত্বও পেয়ে গিয়েছেন বলে খবর মিলেছে।

এদিকে ভানুয়াতুকে ঘিরে আগ্রহও বাড়ছে অনেকের। প্রশান্ত মহাসাগরের এই দ্বীপপুঞ্জটা কোথায়, সেখানে কী ধরনের সুবিধা রয়েছে তা নিয়ে খোঁজখবরও করছেন অনেকে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় বিপুল অর্থ থাকলে সেই দেশের নাগরিক হওয়া যায়। বিরাট সম্পদশালীদের কাছে এই ভানুয়াতু বেশ প্রিয়। বিরাট সম্পদশালীদের সেই দেশের নাগরিক করার ক্ষেত্রে কোনও বাধা দেয় না সেই দেশের সরকার।

এই দেশের কর সংক্রান্ত বিরাট সুবিধা। এখানে কর্পোরেট ট্যাক্স নেই বলে খবর। ভানুয়াতুতে যদি কারোর ব্যবসা নথিভুক্ত থাকে তবে তিনি যদি দেশে, বিদেশে ব্যবসা করেন তবে তাঁকে কোনও কর্পোরেট ট্যাক্স দিতে হয় না। আয়করও জমা দিতে হয় না সেই দেশের নাগরিকদের। দেদারে আয় করুন কিন্তু লাগবে না আয়কর।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে বিমানে ঘণ্টা চারেকের মধ্যে যাওয়া যায় এই দ্বীপে। বেশ সুখী দ্বীপ। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র। ২০২৩ সালের হিসাব বলছে, এখানকার জনসংখ্যা ৩৩৫,৯০৮। নয়ডার অর্ধেক জনসংখ্য়া ভানুয়াতুতে। ভানুয়াতুর রাজস্বের ৩০ শতাংশ আসে নাগরিকত্ব বিক্রির মাধ্যমে। চাষ আবাদ অর্থনীতির একটা বড় অংশ। প্রচুর নারকেল চাষ হয়।

সূত্রের খবর, ভানুয়াতুর নাগরিকত্ব পাওয়ার পদ্ধতি বেশ সহজ সরল। অত্যন্ত কম নথিপত্র লাগে সেখানে। ডিজিটাল মাধ্য়মে দেওয়া যায় এই নথিপত্র। সেক্ষেত্রে সেখানকার নাগরিকত্ব পাওয়ার জন্য প্রথমেই সেখানে চলে যেতে হবে এমনটা নয়, সেখানে না গিয়েও নাগরিকত্ব পাওয়া যায় ভানুয়াতুতে।

এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ললিত মোদীর ভানুয়াতুর নাগরিকত্ব অর্জনের খবরের বিষয়ে এক প্রশ্নের জবাবে নিশ্চিত করেছিলেন যে লন্ডনে ভারতীয় হাই কমিশনে তাঁর পাসপোর্ট সমর্পণের জন্য তাঁর আবেদন সম্পর্কে মন্ত্রণালয় অবগত রয়েছে এবং তারা আইন অনুসারে তার বিরুদ্ধে সমস্ত মামলা চালিয়ে যাচ্ছে।

‘বিদ্যমান বিধি-বিধানের আলোকে বিষয়টি খতিয়ে দেখা হবে। তিনি ভানুয়াতুর নাগরিকত্ব অর্জন করেছেন বলেও আমাদের জানানো হয়েছে।’ বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা চালিয়ে যাব।’ হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রাক্তন কমিশনার ললিত মোদী লন্ডনে ভারতীয় হাইকমিশনে তার পাসপোর্ট সমর্পণের জন্য আবেদন করেছেন এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব অর্জন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *