Vaughan Mocks Team India। ভনের ভবিষ্যদ্বাণীতেও রোহিতদের নিয়ে চূড়ান্ত কটাক্ষ

Spread the love

টুর্নামেন্ট শুরুর আগে কোনও গুঞ্জন শোনা যায়নি। তবে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যখন একের পর এক ম্যাচ জিততে থাকে, শুরু হয়ে যায় বিতর্ক। ইংল্যান্ড সব ম্যাচ হেরে টুর্নামেন্টে ল্যাজেগোবরে হওয়ার পরে মূলত ব্রিটিশ প্রাক্তানীরা এক সুরে গলা মেলান যে, ভারত একটিই মাঠে সব ম্যাচ খেলায় বাড়তি সুবিধা পাচ্ছে। আরও বেশ কিছু ক্রিকেট পণ্ডিতও ভনদের সমর্থন করেন। এমনকি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার মতো দলের বর্তমান ক্রিকেটারদের কেউ কেউ নাসের হুসেন, মাইকেল ভনদের সঙ্গে এই প্রসঙ্গে সহমত পোষণ করেন।

যদিও ভারতের প্রাক্তনীরা এই নিয়ে ভিন্নমত পোষণ করেন। তাঁদের দাবি, বাড়তি সুবিধার জন্য নয়, বরং ভারত পরপর ম্যাচ জিতছে ভালো খেলার জন্য। শুধু সুবিধা দিয়ে যে ম্যাচ জেতা যায় না, অহেতুক সমালোচনা শুরু করা বিশেষজ্ঞদের সেটা মনে করিয়ে দেন অনেকেই।

এমন পরিস্থিতিতে মাইকেল ভন পুনরায় খোঁচা দিলেন ভারতীয় দলকে। তাঁর কথায় ফের ফুটে উঠল রোহিতদের বাড়তি সুবিধা পাওয়ার প্রসঙ্গ। ভারত-নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগে ভনের কাছে তাঁর ভবিষ্যদ্বাণী জানতে চাওয়া হয়। অর্থাৎ, রবিবার ফাইনালে কোন দল জিতবে বলে মনে করেন তিনি, এই প্রসঙ্গে মতামত জানতে চাওয়া হয় ভনের।

ভারতীয় দলকে কটাক্ষ মাইকেল ভনের

প্রাক্তন ব্রিটিশ তারকা এক্ষেত্রে ভারতীয় দলকে কটাক্ষ করে লেখেন যে, ‘ভারত নিজেদের নতুন ঘরের মাঠে জিতে যাবে।’ ভন দুবাইকে ভারতের নতুন ঘরের মাঠ হিসেবে উল্লেখ করে টিম ইন্ডিয়ার বাড়তি সুবিধা পাওয়ার বিষয়টিকেই বুঝিয়ে দেন।

উল্লেখ্য, ভারতীয় দল এই নিয়ে মোট ৫ বার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। তারা ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকে। ২০০২ সালে শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। ২০১৩ সালে মিনি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে খেতাব জেতে টিম ইন্ডিয়া। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে পরাজিত হয় ভারতীয় দল। এবার দুবাইয়ে নিউজিল্যান্ডকে হারিয়ে রোহিতরা খেতাব জিততে পারেন কিনা, সেটাই হবে দেখার।

নিউজিল্যান্ড এই নিয়ে মোট ৩ বার চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওঠে। তারা ২০০০ সালের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। তবে ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় কিউয়িরা। দীর্ঘ আড়াই দশক পরে ফের মিনি বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে কিউয়িদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *