রবিবার ভারতীয় দল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পরই বেশ কয়েকটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যার মধ্যে বিরুষ্কার ভিডিয়ো যেমন রয়েছে তেমনই নভজ্যোৎ সিং সিধুর গৌতম গম্ভীরকে নাচানোর চেষ্টার ভিডিয়ো বেশ ভাইরাল হয়েছে। ভারতীয় দল ম্যাচ জয়ের পরই দেখা গেছিল, বিরাট কোহলি নিজের চেনা ছন্দে ভাংড়া নাচ্ছেন, আর্শদীপও কোম দুলিয়েছিেন।
এরপর ভারতীয় দল যখন চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে পুরস্কার নিতে ওঠে, তখন কাপ হাতে ভারতীয় দলের ক্রিকেটাররাই ফিরিয়ে এনেছিলেন ২০১৩ সালের এক চেনা মূহূর্ত। ১ দশক আগে সেই সময় বেশ জনপ্রিয় হয়েছিল গাংনাম স্টাইলের নাচ এবং গান। আর সেই গানের তালে ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর নেচেছিলেন বিরাট কোহলি। এবার বিরাটের সেই নাচেরই নকল করলেন হর্ষিত রানা।
বিরাটের স্মৃতি মনে করালেন রানা-আর্শদীপরা
হর্ষিত রানার সঙ্গেই গাংনাম স্টাইল নাচে যোগ দিয়েছিলেন আর্শদীপ সিং, শ্রেয়স আইয়াররাও। ফলে ১২ বছর আগে স্মৃতিই যে ফিরে আসছিল। তখনই বিরাট কোহলিকে সেই পুরনো মুভ ২-১বার দেখানোর জন্যই অনুরোধ করেন হর্ষিত, যদিও বিরাট তাতে রাজি হননি। নিজের মতো করে উচ্ছাস করলেও আর গাংনাম স্টাইলে ডান্স দেখাননি তিনি।
বিরাট বললেন,আর গাংনাম স্টাইল নয়
২০১৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ২০ ওভারের ফর্ম্যাটে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে জিতেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। ২০০২ সালে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার পর সেটাই ছিল টিম ইন্ডিয়ার প্রথম এই শিরোপা এককভাবে জয়। আর রবিবার নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে তৃতীয় সেই ট্রফি জিতল ভারত। আর তারপরই হর্ষিত রানা, শ্রেয়স আইয়ার, আর্শদীপ সিংরা দাদা বিরাটের কাছে আর্জি জানান যাতে কোহলি তাঁদের সঙ্গে গাংনাম স্টাইল নাচে অংশ নেন। তবে কোহলি মজার ছলেই হাত জোর করে এবং নিজের কানে হাত দিয়ে তাঁদের কাছে অনুরোধ করেন, যে তিনি আর নাচবেন না।
ম্যাচ শেষে বিরাট কোহলি বলেন, ‘দলগত সংহতিতে জিততে পেরে ভালোই লাগছে। শিরোপা জিততে গেলে গোটা দলেরই পারফরমেন্স করা উচিত। আর এবারের প্রতিযোগিতার পাঁচ ম্যাচে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যাবে প্রায় প্রতিদিনই কেউ না কেউ পারফর্ম করে দেখিয়েছে। সেই কারণেই আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি। এটা সবার দৌলতে আর দলগত সংহতির জয় ’।
উৎসবের মূহূর্তের সেই ভিডিয়ো
বিরাট অবশ্য মাঠে উপস্থিত দর্শক এবং টিভির সামনে থাকা ফ্যানদের একদমই হতাশ করেননি। ব্যাট হাতে রবিবার তেমন বড় রান না পেলেও তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ রান স্কোরার হিসেবে এই প্রতিযোগিতা শেষ করেছেন। এরপর ভাংড়া নাচের পাশাপাশি রোহিত-গম্ভীরদের সঙ্গেও বিভিন্ন খুশির মূহূর্তে দেখা গেছে তাঁকে। দর্শকদেরও মনোরঞ্জনের চেষ্টা করেন বিরাট, খেলেন রোহিতের সঙ্গে উইকেট দিয়ে দান্ডিয়াও।