পেশা চার্লি চাপলিন(Charlie Chaplin) সেজে মানুষকে আনন্দ দেওয়া। বেশ কয়েকদিন ধরে এক ব্যক্তির ছবি ভাইরাল হচ্ছে, তিনি হাড়োয়ার এক মেলায় চার্লি চাপলিন সেজে রয়েছেন, তাকে নিয়ে সেলফি তুলেছেন কিছু তরুণ তরুণী, পাশাপাশি ক্যাপশনে লেখা রয়েছে তাকে সাহায্য করার জন্য। এই পোস্টটি এতটাই ভাইরাল হয়েছে যে টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী(Swastika Mukherjee) পর্যন্ত শেয়ার করেছেন।
সেই ব্যক্তি ছোট থেকে বড়দের আনন্দ দিলেও নিজের মধ্যে চেপে রেখেছেন ব্যথা বেদনা। বাড়িতে অসুস্থ স্ত্রী, যে কিনা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, ক্যান্সারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন চার্লি চাপলিন ওরফে মনিরুল মন্ডল(Monirul Mondal)। বয়স ৪৯, বাড়ি রাজারহাট এলাকায়। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে, মেলায় তাকে দেখতে পাওয়া যায়। দীর্ঘ ৩৫ বছর ধরে চার্লি চাপলিন সেজে নানা জায়গায় জায়গায় শো করে বেড়ান। মানুষকে দুদন্ড আনন্দ দিতে শীত, গ্রীষ্ম, বর্ষায় ঘন্টার পর ঘন্টা ধরে কোর্ট, প্যান্ট পরে মুখে মেকআপ ,হাতে লাঠি নিয়ে নানা অঙ্গভঙ্গি করে আনন্দ প্রদান করে থাকেন। ছোট থেকে বয়স্ক সবাইকে ফুল,লজেন্স দিয়ে স্বাগতম জানান তিনি।
এই চার্লি চাপলিনের(Charlie Chaplin) বাড়িতে রয়েছে ছোট ছোট ছেলে মেয়ে, আর স্ত্রী।একমাত্র তিনি উপার্জন করেন।মাসে প্রত্যেক দিন কাজ থাকে না তার, বছরে খুব কম সময়ই কাজ পান। আর ওই দিয়েই সংসার চালান তিনি। সাথে স্ত্রীর চিকিৎসা। মারণরোগে আক্রান্ত স্ত্রী,আর তাকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর দৌরগড়ায় পর্যন্ত যান মনিরুল বাবু, সাময়িক নানা সাহায্য পেলেও স্ত্রীর চিকিৎসার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থ,তাকে নিয়ে যেতে হবে চেন্নাইয়ে। আর নিয়ে যাওয়ার জন্য তার কাছে টাকা নেই, যার কারণে সাধারণ মানুষের কাছে সাহায্য চাইছেন তিনি। কেউ সাহায্য করতে চাইলে তার নম্বরে অর্থ প্রদান করতে পারেন।মণিরুল বাবু জানান, তার স্ত্রীর ক্রমশ পেট ফুলে যাচ্ছে, চিকিৎসা চলছে, কিন্ত প্রতিদিন কাজ না থাকায় আর্থিক সমস্যার মধ্যে পড়েছেন তিনি, কেউ যদি তাকে নানা অনুষ্ঠানে কাজের ব্যবস্থা করিয়ে দিতে পারেন তাহলে খুবই উপকার হয়। পাশাপাশি তার স্ত্রীকে বাঁচিয়ে আনতে সাধারণ মানুষের কাছে হাত জোড় করে অনুরোধ জানান, সবাই যদি তাকে সাহায্য করেন কিংবা মুখ্যমন্ত্রী যদি তাকে সাহায্য করেন তাহলে খুবই উপকৃত হবে। নয়ত তার ছোট ছোট ছেলে মেয়েরা মা ছাড়া অনাথ হয়ে যাবে।