রঞ্জি ট্রফিতে প্রায় ১২ বছর পর ফেরেন বিরাট কোহলি(Virat Kohli)। তবে কামব্যাকটা ভালো হয়নি তাঁর। রেলওয়েজের বিরুদ্ধে দিল্লির হয়ে খেলতে নেমেছিলেন তিনি। মাত্র ১৫ বলে ৬ রান করে আউট হয়ে যান এই তারকা ব্যাটসম্যান। রেলওয়েজের পেসার হিমাংশু সাঙ্গওয়ানের বলে ক্লিন বোল্ড হয়ে গেছিলেন। বিরাটকে আউট করে আগ্রাসী ভাবে সেলিব্রেশনে মাতেন হিমাংশু। বিষয়টিকে ভালো ভাবে নেয়নি তাঁর সমর্থকরা। গালাগালি শুরু করেন নেট দুনিয়ায়। হিমাংশুকে না পেয়ে সেই নামের বিভিন্ন লোকের প্রোফাইলে গিয়ে কটূক্তি শুরু করেন বিরাটের ফ্যানরা। তবে বিরাট কিন্তু এই পেসারের বোলিংয়ে মুগ্ধ। ম্যাচ শেষে তাঁকে একটি বিশেষ উপহারও দেন তিনি।
হিমাংশুকে উপহার বিরাটের:
একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে খেলা শেষে রেলওয়েজের পেসার হিমাংশু সাঙ্গওয়ান ড্রেসিংরুমে দেখা করেন বিরাট কোহলির সঙ্গে। সেখানে যেই বলে বিরাটকে আউট করেছিলেন সেটা নিয়ে হাজির হন তিনি। সেটার উপর সই করে দেন কোহলি। সেই সময় পেছন থেকে কাউকে বলতে শোনা যায়, ‘এটা সেই বলটিই।’ জানা যাচ্ছে খেলা শেষে বিরাট, হিমাংশুর প্রশংসা করেন। তিনি বলেন, ‘বলটি অসাধারণ ছিল।’ কোহলির সঙ্গে ছবিও তোলেন এই তরুণ পেসার। একই সঙ্গে হিমাংশু জানান যে একটা সময় তিনিও দিল্লির হয়ে অনূর্ধ্ব ১৯ স্তরে খেলেছেন।
দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলি:
প্রায় ১২ বছর পর বিরাট কোহলির ঘরোয়া ক্রিকেটে কামব্যাক ঘিরে তৈরি হয়েছিল উন্মাদনা। শেষবার ২০১২ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে গাজিয়াবাদে রঞ্জির ম্যাচ খেলেছিলেন বিরাট। সেখানে প্রথম ইনিংসে ১৪ রান করেছিলেন তিনি এবং দ্বিতীয় ইনিংসে করেছিলেন ৪৩ রান। দু’বারই পরাস্ত হয়েছিলেন ভুবনেশ্বর কুমারের বলে।
তবে কামব্যাকে কোহলি অবশ্য ব্যাট হাতে দর্শক মনোরঞ্জনে ব্যর্থ হন। তিনি একটি ইনিংসেই ব্যাট করার সুযোগ পান। সেই ইনিংসে বড় রান করতে পারেননি কোহলি। ১টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে মাত্র ৬ রান করে সাজঘরে ফেরেন বিরাট(Virat Kohli)। যদিও খেলায় এর প্রভাব পড়েনি। ইনিংস এবং ১৯ রানে ম্যাচে জয় পায় দিল্লি। এবার ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই ক্রিকেটে ব্যাট হাতে দেখা যাবে কোহলিকে। সেই মতো দিল্লি ছেড়েছেন তিনি। যোগ দেবেন টিম ইন্ডিয়ার সঙ্গে। ৬ ফেব্রুয়ারি রয়েছে ভারত বনাম ইংল্যান্ড প্রথম ওডিআই ম্যাচ। খেলা হবে মোট ৩টি ম্যাচ।