ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচে মাঠে নেমেই দুর্দান্ত এক ব্যক্তিগত নজির গড়েন বিরাট কোহলি। মাইলস্টোনে পৌঁছতে বিরাটের দরকার ছিল মোটে ১৭ রান। ম্যাচের তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের শেষ ২টি বলে পরপর ২টি চার মেরে লক্ষ্যে পৌঁছে যান কোহলি।
সোমবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৭ রানের গণ্ডি ছোঁয়া মাত্রই ভারতের প্রথম তথা বিশ্বের পঞ্চম ব্যাটার হিসেবে টি-২০ ক্রিকেটে ১৩ হাজার রান পূর্ণ করেন কোহলি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ৪০৩ নম্বর টি-২০ ম্যাচের ৩৮৬তম ইনিংসে ব্যাট করতে নেমে ১৩ হাজার রানের মাইলস্টোন টপকে যান বিরাট।
কোহলির আগে টি-২০ ক্রিকেটে ১৩ হাজার রানের গণ্ডি টপকেছেন কেবল ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, শোয়েব মালিক ও কায়রন পোলার্ড। টি-২০ ক্রিকেটে দ্রুততম ব্যাটার হিসেবে ১৩ হাজার রানের মাইলস্টোন টপকানোর রেকর্ড রয়েছে ক্রিস গেইলের দখলে। তিনি সব থেকে কম ৩৪৩টি ম্যাচে মাঠে নেমে এই মাইলস্টোন টপকান।
টি-২০ ক্রিকেটে ১৩ রানের গণ্ডি টপকানো ব্যাটাররা
১. ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)- ৪৬৩ ম্যাচে ১৪৫৬২ রান।
২. অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)- ৪৯৪ ম্যাচে ১৩৬১০ রান।
৩. শোয়েব মালিক (পাকিস্তান)- ৫৫৫ ম্যাচে ১৩৫৫৭ রান।
৪. কায়রন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ)- ৬৯৫ ম্যাচে১৩৫৩৭ রান।
৫. বিরাট কোহলি (ভারত)- ৪০৩ ম্যাচে ১৩০৫০ রান।
বুমরাহকে ছক্কা হাঁকিয়ে স্বাগত কোহলির
বিরাট কোহলি ওয়াংখেড়ের এই ম্যাচে বিধ্বংসী মেজাজে ব্যাট করেন। তিনি চতুর্থ ওভারে জসপ্রীত বুমরাহর দ্বিতীয় বলে দুর্দান্ত একটি ছক্কা মারেন। চোট সারিয়ে কামব্যাকের পরে জসপ্রীতের এটি দ্বিতীয় বল ছিল। তবে কোহলির খেলা বুমরাহর সেটিই প্রথম বল ছিল। অর্থাৎ, জসপ্রীতকে কামব্যাক ম্যাচে ছক্কা হাঁকিয়ে স্বাগত জানান কোহলি।
ঝোড়ো হাফ-সেঞ্চুরি বিরাটের
কোহলি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এই ম্যাচে ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে মাত্র ২৯ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪২ বলে ৬৭ রানের আগ্রাসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন। এমন মারকাটারি ইনিংসে বিরাট মোট ৮টি চার ও ২টি ছক্কা মারেন।