Waqf Bill Number Equation in Parliament। ওয়াকফ বিল পাশ করাতে সংসদে লাগবে কত ভোট?

Spread the love

বুধবার লোকসভায় ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ নিয়ে আলোচনা হবে সংসদে। এরপর বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে লোকসভায়। এই আবহে কেন্দ্রীয় সরকার ও বিরোধীদের মধ্যে এ যেন শক্তি প্রদর্শনের লড়াই হতে চলেছে। এরপর বৃহস্পতিবার রাজ্যসভায় ওয়াকফ বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। সংখ্যালঘু ও সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সাংবাদিকদের বলেন, স্পিকার ওম বিড়লার নেতৃত্বে লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটি (বিএসি) এই ইস্যুতে আট ঘণ্টার আলোচনায় সম্মত হয়েছেন।

এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে জনতা দল (ইউনাইটেড), লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) এবং তেলুগু দেশম পার্টির (টিডিপি) মতো প্রধান শরিকদের সমর্থনের বিষয়ে আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি। এই দলগুলির সমর্থন পেলে সংসদে পাশ হয়ে যেতে পারে বিতর্কিত ওয়াকফ (সংশোধনী) বিল। অন্যদিকে বিরোধী ‘ইন্ডিয়া ব্লক’ সংসদে ওয়াকফ বিলের বিরোধিতা করার জন্য তাদের যৌথ কৌশল নিয়ে আলোচনা করে মঙ্গলবার। এই ইস্যুতে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে বদ্ধপরিকর কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, বাম দলগুলি।

লোকসভার সমীকরণ: লোকসভায় বিলটি পাশ করাতে বিজেপির প্রয়োজন ২৭২টি ভোট। ৫৪২ জন সাংসদের মধ্যে ২৪০ জন বিজেপি, ১২ জন জেডিইউ, ১৬ জন টিডিপি, ৫ জন এলজেপি, ২ জন রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) এবং ৭ জন শিবসেনার সাংসদ রয়েছেন। এনডিএ জোটের সবাই পক্ষে ভোট দিলে লোকসভায় বিল পাশ হবে।

রাজ্যসভার সমীকরণ: এদিকে রাজ্যসভায় এনডিএ-র ১২৫ জন সাংসদ রয়েছেন – বিজেপির ৯৮ জন, জেডিইউ-র চারজন, টিডিপির দু’জন, জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির তিনজন, শিবসেনার একজন এবং আরএলডির একজন। ২৪৫ সদস্যের রাজ্যসভায় বিলটি পাসের জন্য প্রয়োজন ১১৯ জন সাংসদের সমর্থন। এনডিএ আত্মবিশ্বাসী যে তারা অসম গণ পরিষদ এবং তামিল মান্নিলা কংগ্রেসের মতো দলগুলির (তাদের একজ করে সাংসদ রাজ্যসভায়) পাশাপাশি ছয়জন মনোনীত সদস্যের সমর্থন পাবে। এই আবহে রাজ্যসভাতেও তাদের নম্বর মিলে যেতে পারে।

এদিকে বিরোধী দলগুলির জোট মঙ্গলে ওয়াকফ নিয়ে রণকৌশল ঠিক করতে বৈঠক করে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কেসি বেণুগোপাল, সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (শরদ পাওয়ার গোষ্ঠী)-র সুপ্রিয়া সুলে, তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আম আদমি পার্টির সঞ্জয় সিং। এছাড়াও উপস্থিত ছিলেন ডিএমকে-র টি আর বালু, তিরুচি শিবা, কানিমোঝি, আরজেডির মনোজ কুমার ঝা, সিপিএমের জন ব্রিটাস, সিপিআইয়ের সন্তোষ কুমার পি, আরএসপির এনকে প্রেমচন্দ্রন এবং ভাইকো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *