WB ₹8500 Crore Investment Report।   বাংলায় ৮৫০০ কোটি টাকা বিনিয়োগ করতে পারে হলদিয়া পেট্রোকেমিক্যাল? 

Spread the love

বাংলায় পলিকার্বোনেট উৎপাদন খাতে ৮৫০০ কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে হলদিয়া পেট্রোকেমিক্যাল। এমনই দাবি করা হল টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টে। উল্লেখ্য, এই পলিকার্বোনেট বস্তুটি গাড়ি উৎপাদন খাতে বিশেষ ভাবে প্রয়োজনীয়। এবং দেশে গাড়ির ইন্ডাস্ট্রি ক্রমেই বড় হয়ে চলেছে।  

বিনিয়োগের পরিকল্পনার বিষয়ে বিশদ না জানালেও টাইমস অফ ইন্ডিয়াকে নাকি হলদিয়া পেট্রোকেমিক্যালের সিইও নবনীত নারায়ণ বলেছেন, ফেনল উৎপাদনের শুরুর পরে বাণিজ্য খাতে সংস্থার এগিয়ে চলার পথে পলিকার্বোনেট উৎপাদনই স্বাভাবিক অগ্রগতি। এই খাতে বিনিয়োগ করতে হলে তা ন্যূনতম ১ বিলিয়ন ডলার বা ৮৫০০ কোটি হতে হবে বলে দাবি করা হয়েছে রিপোর্টে।  

এদিকে ভারতে পলিকার্বোনেট উৎপাদন হয় না। দেশে সব পলিকার্বোনেটই বিদেশ থেকে আমদানি করা হয়। এই আবহে হলদি পেট্রোকেমিক্যালের প্রধান নবনীত নাকি টাইমস অফ ইন্ডিয়াকে বলেছিলেন, ‘আমাদের প্রোডাকশন লাইনে আরও মূল্য যোগ করাই প্রধান লক্ষ্য। খুব কম সংস্থার কাছেই এই সংক্রান্ত প্রযুক্তি আছে।’ 

এদিকে কবের মধ্যে পলিকার্বোনেট উৎপাদন শুরু করতে পারে হলদি পেট্রোকেমিক্যাল? সংস্থার প্রধানের বক্তব্য অনুযায়ী, ২০২৭ সালের মাঝামাঝি সময়ে পলিকার্বোনেটের উৎপাদন শুরু করতে পারে তারা। এদিকে এর জন্যে কারখানা গড়ে তোলা রজন্যে হলদিয়াতেই জমি আছে বলে ইঙ্গিত দিয়েছেন নবনীত নারায়ণ।  

এদিকে ফেনল উৎপাদনের জন্যে ইতিমধ্যেই লুমাস টেকোলজির সঙ্গে হাত মিলিয়েছে হলদিয়া পেট্রোকেমিক্যাল। এই খাতে প্রাথমিক বিনিয়োগের পরিমাণ ছিল ৩ হাজার কোটি টাকা। পরবর্তীতে সেই বিনিয়োগের পরিমাণ বাড়িয়ে ৫ হাজার কোটি করা হবে। তিনি জানান, দেশের প্লাইউড ইন্ডাস্ট্রি ব্যাপক পরিমাণে ফেনল ব্যবহার করে থাকে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *