অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়(Oxford University) শুধু নয়, আরও একধিক ব্রিটিশ শিক্ষা প্রতিষ্ঠান আমন্ত্রণ জানিয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। বিরোধীদের তোলা নানা প্রশ্নের জবাবে এবার এমনটাই জানাল রাজ্য সরকার। রাজ্য সরকারের তরফ থেকে দাবি করা হয়েছে, ব্রিটেনের মোট তিনটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের তরফে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বক্তৃতা দেওয়ার জন্যে। সরকারের দাবি অনুযায়ী, লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়া এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজ আমন্ত্রণ জানিয়েছে মমতাকে। এদিকে সরকার জানিয়েছে, শুধু রাজনীতিবিদ হিসেবে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে লেখিকা হিসেবে।
এর আগে ১৭ মার্চ মুখপাত্র গণশক্তিতে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। তাতে দাবি করা হয়, মুখ্যমন্ত্রী যে আগামী ২৭ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তার কোনও তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রটরাইটের কাছে। এই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার জানিয়েছে, ফেব্রুয়ারিতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর বাংলার উন্নয়নের মডেলের জন্য প্রশংসা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই আবহে তাঁর অভিজ্ঞতার বিষয়ে কেলগ কলেজে বক্তৃতা রাখার জন্যে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অক্সফোর্ডের প্রো-ভাইস চ্যান্সেলর। মার্চের প্রথমদিকে আবার লন্ডন স্কুল অফ ইকনমিক্সের প্রাক্তন পড়ুয়াদের তরফে দীপ্তেন্দু রায়ও আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। এছাড়া লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের মাইল এন্ড ইনস্টিটিউট-এর ডিরেক্টর সোফিয়া কোল্লিগননের তরফ থেকেও চ্যাথাম হাউসে অনুষ্ঠিত হতে চলা আলোচনা সভায় আমন্ত্রণ জানানো হয় মুখ্যমন্ত্রীকে।
উল্লেখ্য, এখনও পর্যন্ত সূচি অনুসারে ২১ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে দুবাইয়ে তাঁর কী কর্মসূচি রয়েছে তা এখনও জানা যায়নি। মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সমাজ উন্নয়ন: নারী ও শিশুর ক্ষমতায়ন’ নিয়ে বক্তব্য রাখবেন বলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস। তবে গণশক্তিতে দাবি করা হয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নয়, লন্ডনের কেলগ কলেজ ও ব্রিটেন প্রবাসী গুজরাতি শিল্পপতি করণ বিলিমোরিয়ার আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।