WB Topper in JEE Main Result 2025। জেইই মেনে বাংলার ‘টপার’ হলেন দেবদত্তা

Spread the love

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন) পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল পেলেন ১৪ জন প্রার্থী। তবে সেই ১৪ জনের মধ্যে পশ্চিমবঙ্গের কেউ নেই। ওই ১৪ জনের মধ্যে পাঁচজন হলেন রাজস্থানের প্রার্থী। দু’জন করে প্রার্থী দিল্লি এবং উত্তরপ্রদেশের। তাছাড়া অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গানা, গুজরাট এবং মহারাষ্ট্রের একজন করে প্রার্থীর পার্সেন্টাইল হল ১০০। আর পশ্চিমবঙ্গ থেকে প্রথম স্থান অধিকার করেছেন দেবদত্তা মাঝি। তাঁর প্রাপ্ত পার্সেন্টাইল হল ৯৯.৯৯৯২১। দেবদত্তা ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিলেন। আর এবার সর্বভারতীয় জয়েন্ট প্রবেশিকার প্রথম সেশনের পরীক্ষায় পশ্চিমবঙ্গ থেকে শীর্ষস্থান অধিকার করেছেন পূর্ব বর্ধমানের মেয়ে। অর্থাৎ ‘টপার’ হয়েছেন।

জেইই মেন পরীক্ষার প্রথম সেশনে কতজন পরীক্ষা দেন?

জেইই মেন পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) তরফে জানানো হয়েছে, প্রথম সেশনে মোট ১২,৫৮,১৩৬ জন প্রার্থী পরীক্ষা দেন। তাঁদের মধ্যে মহিলা হলেন ৪,২৪,৮১০। আর ৮,৩৩,৩২৫ জন পুরুষ পরীক্ষা দেন। তৃতীয় লিঙ্গের প্রার্থীর সংখ্যা এক। 

এবার মোট ১৩টি ভাষায় হয়েছিল জেইই মেনের প্রথম পেপারের পরীক্ষা (বি.ই. বা বিটেক)। আজ প্রথম প্রথম পেপারের পরীক্ষার ফলাফল ঘোষণা করা হল। পরবর্তীতে দ্বিতীয় পেপারের (বি.আর্ক বা বি.প্ল্যানিং) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।

JEE Main পরীক্ষায় কারা কারা ১০০ পার্সেন্টাইল পেলেন?

১) আয়ূষ সিংঘল: রাজস্থান। 

২) কুশাগ্রা গুপ্তা: কর্ণাটক। 

৩) দাক্ষ: দিল্লি। 

৪) হর্ষ ঝা: দিল্লি। 

৫) রজিত গুপ্তা: রাজস্থান। 

৬) শ্রেয়স লোহিয়া: উত্তরপ্রদেশ। 

৭) সক্ষম জিন্দল: রাজস্থান। 

৮) সৌরভ: উত্তরপ্রদেশ। 

৯) বিশাদ জৌন: মহারাষ্ট্র। 

১০) অর্ণব সিং: রাজস্থান।

১১) শিবেন বিকাশ তোশনিওয়াল: গুজরাট। 

১২) সাই মানোঙ্গনা গুথিকোন্ডা: অন্ধ্রপ্রদেশ। 

১৩) ওমপ্রকাশ বেহেরা: রাজস্থান। 

১৪) বাণীব্রত মাঝি: তেলাঙ্গানা।

রাজ্যভিত্তিক কে কে প্রথম হয়েছেন?

১) অসম: কনিষ্ক চক্রবর্তী (পার্সেন্টাইল ৯৯.৯৬৯৭৬)। 

২) ঝাড়খণ্ড: অভিমন্যু টিব্রেওয়াল (পার্সেন্টাইল ৯৯.৯৯৬০২)। 

৩) ওড়িশা: নবনীত প্রিয়দর্শী (পার্সেন্টাইল ৯৯.৯৮৯৬৪)।

জেইই মেন পরীক্ষার পরে কী হবে?

জানুয়ারিতে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন) পরীক্ষা হয়েছে। দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে আগামী এপ্রিলে। জেইই মেনের দুটি সেশনের ফলাফলের উত্তর ভিত্তি করে যে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে, তাঁরা জেইই-অ্যাডভান্সড পরীক্ষা দিতে পারবেন। যে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে দেশের ২৩টি আইআইটিতে (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি) ভরতি হতে পারবেন প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *