হাসফাঁস করা গরম থেকে বাঁচতে স্বস্তির বৃষ্টির দিকে তাকিয়ে চৈত্রের বাংলা। সদ্য আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত এক মাসে পশ্চিমবঙ্গে বৃষ্টিতে অন্তত ঘাটতি ৪৪ শতাংশ রয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, রবিবারেও রাজ্যের বহু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোম থেকেও বর্ষণ-সুখ উপভোগ করবে রাজ্যের বহু অংশ। এরই সঙ্গে আলিপুর আবহাওয়া দফতরের তরফে রয়েছে কালবৈশাখী নিয়ে পূর্বাভাস।
দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি হতে পারে কোন কোন জেলায়?
রবিবার দক্ষিণবঙ্গের দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। তবে তা হালকা থেকে মাঝারি বর্ষণ হবে। তবে সোমবার থেকে দাপুটে মেজাজে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বহু জেলায় বর্ষণ হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। এই বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলার পূর্বাভাস রয়েছে। সোমবার হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বর্ষণের পূর্বাভাস রয়েছে। বলা হচ্ছে, কিছু জেলায় মঙ্গলবারেও ঝড়বৃষ্টি হতে পারে। বলা হচ্ছে, সোমবার ও বুধবার দক্ষিণের বহু জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া বইতে পারে। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, আগামী সপ্তাহেই কালবৈশাখীর দেখা পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে বলা হচ্ছে, পশ্চিমের কিছু জেলার দু-এক জায়গায় কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া:-
উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায়। এরমধ্যে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস।
তাপমাত্রা:-
রবিবার, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি থেকে সর্বনিম্ন ২৭ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে পূর্বাভাস। কলকাতার শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।