Wedding at Rashtrapati Bhavan। প্রথমবার রাষ্ট্রপতি ভবনে বসতে চলেছে বিয়ের আসর

Spread the love

এই প্রথমবার রাষ্ট্রপতি ভবনের দরজা খুলতে চলেছে এক বিয়ের আসরের আয়োজনে। ঘটনা নিঃসন্দেহে ঐতিহাসিক। দিল্লির রাষ্ট্রপতি ভবনে এবার আয়োজিত হতে চলেছে বিয়ের এক ঐতিহাসিক পর্ব। প্রথমেই যে প্রশ্ন উঠছে, তা হল, বিয়ে কার? সূত্র বলছে, যাঁর এই বিয়ে হতে চলেছে, তাঁর আচরণ ও সোবায় মুগ্ধ হয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু(Daupadi Murmu)।

রিপোর্ট বলছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু খবর পেয়েছিলেন যে তিনি যাঁর আচরণ ও ব্যবহারে মুগ্ধ, তাঁর বিয়ের ঠিক হয়েছে। তারপরই রাষ্ট্রপতি ভবনের মধ্যে মাদার টেরিজা ক্রাউন কম্প্লেক্সে এই বিয়ের আসর আয়োজনের অনুমতি দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জানা যাচ্ছে, খুবই কম সংখ্যক অতিথি এই বিয়েতে আমন্ত্রিত থাকবেন। তাঁদের আগে থেকেই ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা চলছে। যাতে তাঁরা দেশের গণতন্ত্রের এই গুরুত্বপূর্ণ ভবনে প্রবেশ করতে পারেন। নিরাপত্তা এই বিয়ের ক্ষেত্রে একটি বড় বিষয়। তবে রাষ্ট্রপতি ভবন থেকে এখনও কোনও অফিশিয়াল নোটিস আসেনি বলে খবর। 

কার বিয়ে হচ্ছে রাষ্ট্রপতি ভবনে?

উল্লেখ্য, এক সিআরপিএফ অফিসারের বিয়ে হতে চলেছে রাষ্ট্রপতি ভবনে। সিআরপিএফ-র মহিলা অফিসার পুনম গুপ্তর বিয়ের আয়োজন চলছে রাষ্ট্রপতি ভবনের অন্দরে। খুব শিগগিরই তিনি বিয়ে করছেন। পাত্রের নাম অবনীশ কুমার। অবনীশ জম্মু ও কাশ্মীরে অ্যাসিসটেন্ট কমান্ডান্ট হিসাবে পোস্টেড রয়েছেন। জানা যাচ্ছে, তাঁদের বিয়ে আগামী ১২ ফেব্রুয়ারি হবে। পুনমই প্রথম ব্যক্তিত্ব, যিনি রাষ্ট্রপতি ভবনে বিয়ের ছাড়পত্র পেয়েছেন। তিনি বর্তমানে রাষ্ট্রপতি ভবনের পিএসও হিসাবে কর্মরত। জানা যাচ্ছে, খুব বাছাই করা আমন্ত্রিতরাই সেখানে উপস্থিত থাকতে চলেছেন। উল্লেখ্য, গত ৭৪ তম প্রজাতন্ত্র দিবসে সিআরপিএফের মহিলা কন্টিনজেন্টকে প্যারেডে নেতৃত্ব দিয়েছেন পুনম। তিনি গণিতে স্নাতক পাশ করার পর ইংরেজি সাহিত্যে স্নাতোকোত্তর পাশ করেছেন। তিনি, গোয়ালিয়ারের জিবাজি বিশ্ববিদ্যালয় থেকে বিএড পাশ করেন। ইউপিএসসি সিএপিএফ পরীক্ষায় ২০১৮ সালে ৮১ তম স্থান অর্জন করেন পুনম। এরপর পোশায় যোগ। এককালে একটা সময় ধরে বিহারের মাওবাদী অধ্যুষিত এলাকায় কর্মসূত্রে পোস্টেড ছিলেন পুনম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *