West Bengal School Summer Vacation 2025। স্কুলে এগিয়ে এল গরমের ছুটি! কবে থেকে পড়ছে?

Spread the love

গরমের ছুটি কবে থেকে পড়বে ঘোষণা করে দিলেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়(Mamata Banerjee)। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, এবারের গরমের ছুটিটা ৩০ এপ্রিল থেকে পড়বে। যাতে ছাত্রছাত্রীদের ও শিক্ষক শিক্ষিকাদের কোনও অসুবিধা না হয়। সেই সঙ্গেই তিনি জানিয়েছেন, শিক্ষামন্ত্রী জানিয়েছেন আগে মে মাসের দ্বিতীয় সপ্তাহে ছুটি পড়ত। তবে এবার গরম পড়েছে। এবার ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি পড়বে। তিনি জানিয়েছেন, এমনিতে এই সপ্তাহে একাধিক ছুটি রয়েছে। তবে গরমের ছুটিটা ৩০শে এপ্রিল থেকে পড়বে। তবে কতদিন এই গরমের ছুটি পড়বে তা নিয়ে অবশ্য় নির্দিষ্টভাবে তিনি কিছু জানাননি।

তবে গরম সবে পড়তে শুরু করেছে। এখনও কাঠফাটা গরম পড়েনি। সবে পরীক্ষার রেজাল্টের পরে স্কুল খুলতে শুরু করেছিল। আর আচমকাই স্কুল বন্ধের ঘোষণা। এদিকে চলতি সপ্তাহে একের পর এক ছুটি। তখনও স্কুল হবে না। একের পর এক শিক্ষা দিবস কাজে লাগছে না। তার উপর গরমের ছুটি পড়ার ঘোষণা হয়ে গেল। এনিয়ে রীতিমতো বিভ্রান্তির মধ্য়ে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের একাংশ। এমনকী উত্তরবঙ্গের একাধিক জেলায় এখনও গরম সেভাবে পড়েনি। সেক্ষেত্রে কেন আচমকা গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হল তা নিয়ে প্রশ্ন উঠছে।

তবে কি ২৬ হাজার শিক্ষক বাতিলের ধাক্কা সামলানোর জন্য়ই আগে ভাগে স্কুলের ঝাঁপ বন্ধে ব্যবস্থা? এমন প্রশ্ন উঠছে অনেকেরই মনে।

তবে মমতা বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, শিক্ষা সিস্টেমকে কোলাপ্স করাটাই বিজেপি সরকারের লক্ষ্য। এটা নিয়ে আমরা ভাবছি। সেটা মিডিয়ায় বলব না।

এদিকে বিজেপির তরফে দাবি করা হয়েছে গোটা ঘটনার জন্য বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দায়ী। সেই ব্যাপারে সংবাদমাধ্যমের তরফে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওদের দায়। কে এই মামলা লড়েছিল? বিকাশ ভট্টাচার্য। ব্যপমে কী হয়েছিল? উত্তরপ্রদেশে বিহারে কী হয়েছিল?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *