Wimbledon 2024 Champion Alcaraz: পরপর ২ বার জকোভিচকে হারিয়ে উইলম্বডন জয় আলকারাজের! 

Spread the love

এক বছর আগে লড়েছিলেন। কিন্তু এবার উইলম্বডন ফাইনালে কার্লোস আলকারাজের সামনে কার্যত দাঁড়াতেই পারলেন না নোভাক জকোভিচ। যখন ঘুরে দাঁড়ালেন, তখন বড্ড দেরি হয়ে গিয়েছিল। আর তাই শেষপর্যন্ত ৬-২, ৬-২, ৭-৬ (৭-৪) ব্যবধানে জিতে টানা দ্বিতীয়বার উইলম্বডন জিতলেন স্প্যানিশ তারকা। আর তাঁর সেই জয়ের সুবাদে রজার ফেডেরারের রেকর্ড অক্ষুণ্ণ থাকল। রবিবার অল ইংল্যান্ড ক্লাবে জিতলে সর্বাধিক উইলম্বডন জয়ের নিরিখে ফেডেরারকে স্পর্শ করে ফেলতেন জকোভিচ। উইলম্বডনে আটবার চ্যাম্পিয়ন হয়েছেন ফেডেরার। আর ছ’বার জিতেছেন সার্বিয়ান তারকা।

রবিবার সেন্টার কোর্টে প্রথম সেটে একেবারে আগুনে ফর্মে শুরু করেন আলকারাজ। প্রথম গেমেই জোকোভিচের সার্ভিস ব্রেক করেন স্প্যানিশ তারকা।সেই যে ছন্দ পেয়ে যান, সেখান থেকে ষষ্ঠ গেম পর্যন্ত সার্বিয়ান মহাতারকাকে কোনও সুযোগই দেননি। সপ্তম গেমে ৫-১ অবস্থায় নিজের সার্ভিস খুইয়ে ফেলেন আলকারাজ। ব্রেক করেন জকোভিচ। তাতে অবশ্য কোনও লাভ হয়নি। কারণ জকোভিচের সার্ভিস ফের ব্রেক করে ৬-২ গেমে প্রথম সেট জিতে যান আলকারাজ।

কবে কোন গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন আলকারাজ?

২০২১ সালে নিজের কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন আলকারাজ। তারপর জেতেন উইলম্বডন। আর এই বছর জুনে ফ্রেঞ্চ ওপেন জিতে ইতিহাস গড়েন ২১ বছরের টেনিস তারকা। কনিষ্ঠত খেলোয়াড় হিসেবে ঘাসের কোর্ট, ক্লে কোর্ট এবং হার্ডকোর্টে গ্র্যান্ডস্ল্যাম জয়ের নজির গড়ে ফেলেছেন। কবে কোন গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন আলকারাজ, সেটার তালিকা দেখে নিন –

১) যুক্তরাষ্ট্র ওপেন: ২০২২ সাল।

২) উইলম্বডন: ২০২৩ সাল।

৩) রোলা গারোঁ (ফ্রেঞ্চ ওপেন): ২০২৪ সাল।

৪) উইলম্বডন: ২০২৪ সাল।

একই বছরে চ্যানেল স্ল্যাম জয়

পুরুষ সিঙ্গলসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একই বছরে চ্যানেল স্ল্যাম (রোলা গারোঁ এবং উইলম্বডন) জয়ের নজির গড়লেন আলকারাজ।

১) রড লেভার (১৯৬৯ সাল)।

২) বিয়ন বর্গ (১৯৭৮ সাল থেকে ১৯৮০ সাল)। 

৩) রাফায়েল নাদাল (২০০৮ সাল এবং ২০১০ সাল)। 

৪) রজার ফেডেরার (২০০৯ সাল)। 

৫) নোভাক জকোভিচ (২০২১ সাল)। 

৬) কার্লোস আলকারাজ (২০২৪ সাল)।

গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে জকোভিচকে স্ট্রেট সেটে হারানোর নজির

১) রজার ফেডেরার (২০০৭ সালের যুক্তরাষ্ট্র ওপেন)। 

২) অ্যান্ডি মারে (২০১৩ সালের উইলম্বডন)। 

৩) রাফায়েল নাদাল (২০২০ সালের রোলা গারোঁ)। 

৪) মেদভেদেভ (২০২১ সালের যুক্তরাষ্ট্র ওপেন)। 

৫) কার্লোস আলকারেজ (২০২৪ সালের উইলম্বডন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *