বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে নানা জল্পনার মধ্য়েই সেদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশি বিভিন্ন সংবাদমাধ্যমে এই সংক্রান্ত যে সমস্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তাতে এই সাক্ষাৎকে ‘সৌজন্যমূলক’ হিসাবেই তুলে ধরা হয়েছে।
বাংলাদেশি সংবাদমাধ্যম সূত্রেই জানা গিয়েছে, রবিবার (৩০ মার্চ, ২০২৫) রাজধানী ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনাপ্রধান। তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ বৈঠক হয় এবং নানা বিষয় নিয়ে কথাবার্তা হয়।
এই বিষয়ে বাংলাদেশের ‘আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর’ (ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ডিরেক্টরেট) বা আইএসপিআর-এর পক্ষ থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়। তাতেই এদিনের এই ‘সৌজন্য সাক্ষাৎ’ সম্পর্কে নানা তথ্য তুলে ধরা হয়।
আইএসপিআর-এর তরফে প্রকাশ করা ওই বিবৃতিতে জানানো হয়েছে, ইদের আগে যাতে বাংলাদেশজুড়ে সর্বত্র নিরাপত্তা জোরদার করা হয়, তা নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলেন ইউনুস। এই বিষয়ে এখনও সেনাবাহিনী কী কী পদক্ষেপ করেছে, তা প্রধান উপদেষ্টাকে জানান জেনারেল।
তাঁর পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রধানকে জানানো হয়, বিভিন্ন লঞ্চ ঘাট, রেল স্টেশন ও বাস স্ট্যান্ডগুলির নিরাপত্তা জোরদার করা হয়েছে। পাশাপাশি, ইদে যাতে যান চলাচলে কোনও সমস্য়া সৃষ্টি না হয়, সেদিকেও সেনার সতর্ক নজর রয়েছে। শিল্পাঞ্চলগুলিতে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের বোঝাপড়া করিয়ে দিতেও সেনা সচেষ্ট হয়েছে। এছাড়াও, সেনার অন্য়ান্য বিভিন্ন কাজ সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।
বাংলাদেশে গত বছরের জুলাই ও অগস্ট মাসে যে গণ-অভ্যুত্থান হয়, তাতে বহু মানুষ আহত হন। তাঁদের সম্মানে সমস্ত সেনানিবাসে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এবং আন্দোলনে আহতদের ও নিহতদের পরিবারবর্গকে সেনাবাহিনীর তরফ থেকে আর্থিক সাহায্য করা হবে। এই বিষয়টি নিয়েও ইউনুসকে বিস্তারিত তথ্য দেন সেনাপ্রধান।
এই সমস্ত নানা বিষয় নিয়ে আলোচনার পর সবশেষে প্রধান উপদেষ্টাকে ইদের আগাম শুভেচ্ছা জানান সেনাপ্রধান।
অন্যদিকে, ইউনুসও বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন। তাদের পেশাদারিত্বকে কুর্নিশ জানান। তিনি আশা প্রকাশ করেন যে আগামী দিনেও বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে চূড়ান্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে সেনাবাহিনী তার কর্তব্য এবং দায়িত্ব পালন করবে। প্রসঙ্গত, সদ্য চিন সফর সেরে দেশে ফিরেছেন ইউনুস। আর তারপরই সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন তিনি।