ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গে। এই আবহে অনেকেই ‘উদ্বিগ্ন’। বিভিন্ন রিপোর্টে জানা যাচ্ছে, অনুপ্রবেশকারী বাংলাদেশিরা নিজেদের দেশে ফিরে যাওয়ার চেষ্টা করছেন। এমন অনেক বাংলাদেশি অবৈধবাসীকেই ধরা হয়েছে সীমান্তে। এরই মাঝে আবার মতুয়াদের মনেও নাকি দেখা দিয়েছে সংশয়। অনেকেই ভয় পাচ্ছেন, ভোটার তালিকা থেকে নাম কেটে যাওয়ার। এহেন পরিস্থিতিতে হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার এক পরামর্শ দিলেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়ছে। তাঁর কথায়, এসআইআর-এর কারণে কারও নাম যদি ভোটার তালিকা থেকে কাটা পড়ে, তাহলে সেই ব্যক্তি সিএএ-তে আবেদন করতে পারেন নাগরিকত্বের জন্য। স্বভাবতই, তাঁর এই পরামর্শ শুধুমাত্র অ-মুসলিমদের জন্য।
সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বিজেপি বিধায়ক বলেন, ‘এসআইএর-এ নাম কেটে দিলেও এইটুকু বলতে পারি, সিএএ-তে আবেদন করলে আপনি নাগরিকত্ব পাবেন এবং ভোটার তালিকায় নাম উঠবেই। নির্বাচন কমিশন যে আইন কার্যকর রয়েছে, তাতে হিন্দু-মুসলমান বিভাজনের কোনও প্রশ্নই ওঠে না। আইনের মধ্যে যাঁদের নাম থাকার কথা তা থাকবে, যাঁদের নাম বাদ পড়ার তাঁরা বাদ পড়বে।’
অসীম সরকার বলেন, ‘১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগে জন্মগ্রহণ করা এবং ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকা নাগরিকদের ক্ষেত্রে কোনও জটিলতা নেই। আবার ১৯৮৭ সালের ১ জুলাইয়ের পরে এবং ২০০৪ সালের ২ ডিসেম্বর পর্যন্ত জন্ম নেওয়া নাগরিকদের জন্য শর্ত হল, তাদের বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার তালিকায় থাকতে হবে। এই আইন হিন্দু-মুসলমান নির্বিশেষে সবার জন্য প্রযোজ্য। তবে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ৬ (বি) ধারায় উল্লেখ রয়েছে, কেউ যদি এই আইনের আওতায় ফর্ম পূরণ করেন, তাহলে রিসিট পাওয়ার আগে পর্যন্ত তাঁর সমস্ত নাগরিক সুযোগ-সুবিধা অক্ষুণ্ণ থাকবে। তবে আমি শুধু ভারত ভাগের বলি উদ্বাস্তুদের কথা বলেছি। কোনও সম্প্রদায়ের নাম টেনে কিছু বলিনি।’
