অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে আটক ৩১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছিল বিএসএফ। তাদের বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর হাতে তুলে দিল ভারত। সোমবার ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে চেকপোস্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উপস্থিতিতে ‘ফ্ল্যাগ মিটিং’-এর মাধ্যমে এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আটক ব্যক্তিদের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেয়।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এই বাংলাদেশি নাগরিকদের গত কিছুদিন ধরে আটক করা হয়েছিল। সোমবার চুয়াডাঙা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর দর্শনা বন্দর চেকপোস্টে দুই বাহিনীর প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে তাঁদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত কার্যকর হয়। বৈঠকে দুই বাহিনীর ইন্সপেক্টর পদমর্যাদার আধিকারিকরা নেতৃত্ব দেন। বিএসএফের পক্ষে গেদে ক্যাম্পের কমান্ডার ইন্সপেক্টর শিবশঙ্কর সিংহ এবং বিজিবির পক্ষে দর্শনা আইসিপি কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল হাসান পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করেন।
হস্তান্তরের সময় বিএসএফের পক্ষ থেকে আটক বাংলাদেশিদের পরিচয়পত্র, নাম, ঠিকানা ও অন্যান্য নথি বিজিবির হাতে তুলে দেওয়া হয়। ফেরত পাঠানো ৩১ জনের মধ্যে ছিলেন ১৬ জন পুরুষ, ১০ জন মহিলা এবং ৫ জন শিশু। সূত্রের খবর, এই নাগরিকরা বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। ঢাকা, মানিকগঞ্জ, কুমিল্লা, ফেনি, নোয়াখালি, শেরপুর, মৌলভিবাজার, কুড়িগ্রাম, ময়মনসিংহ, খুলনা, যশোর, নড়াইল, সাতক্ষীরা এবং চুয়াডাঙা জেলা থেকে তাঁরা এসেছিলেন। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা রুখতে বিএসএফ ও বিজিবির মধ্যে নিয়মিতভাবে এমন সমন্বিত অভিযান এবং হস্তান্তর প্রক্রিয়া চালানো হয়। দুই দেশের সীমান্ত জুড়ে বাড়ানো হয়েছে নজরদারি ও টহল। বিএসএফের এক আধিকারিক বলেন, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে নজরদারি আরও কঠোর করা হচ্ছে। নিয়মিত যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমেই এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বিজিবির তরফেও জানানো হয়েছে, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করে তাঁদের নিজ নিজ জেলার প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।
