দশমীর ভোর থেকেই বৃষ্টির আবহাওয়া যেন আসলে মায়ের বিদায়বেলার কথাই জানান দিচ্ছে। চারদিকে মন কেমনের পূর্বাভাস। কিন্তু পরের বছর আবার মা আসছেন। এই কথা ভেবেই মনকে খুশি রাখতে হয়। প্রতিমা বিসর্জন হয়ে গেলে তাই সবাই প্রীতি বিনিময়, বড়দের প্রণাম ও ছোটদের আশীর্বাদে মেতে ওঠে। পাশাপাশি বিজয়া দশমী মানেই সবাইকে শুভেচ্ছাজ্ঞাপন করা। ফোনে, হোয়াটসঅ্যাপে, এমনকী ফেসবুকেও অনেকে শুভেচ্ছাবার্তা লিখে পাঠান পরিচিত বন্ধুবান্ধবদের, আত্মীয়স্বজন ও অন্যান্যদের। আপনিও লিখে পাঠাতে পারেন একইভাবে। কী লিখবেন? এখানে রয়েছে সেরা দশটা বার্তার খোঁজ। এখান থেকেই বেছে নিন আপনার পছন্দমতো যেকোনও বার্তা।
বিজয়া দশমীর সেরা ১০টি শুভেচ্ছাবার্তা
১. শুভ বিজয়া! মা দুর্গা আপনার জীবনকে সুখ-শান্তি আর সমৃদ্ধিতে ভরিয়ে দিন।
২. বিজয়া দশমীর পবিত্র দিনে আপনার ও আপনার পরিবারের সকল স্বপ্ন সত্যি হোক। শুভ বিজয়া!
৩. মায়ের আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক। শুভ বিজয়া দশমী!
৪. এই বিজয়ার আনন্দ আপনার জীবনকে ভরে দিক নতুন উদ্দীপনা আর খুশিতে।

৫. বছর ঘুরে আবার আসুক এই আনন্দের দিন। সকল দুঃখ দূর হোক। শুভ বিজয়া!
৬. দেবী দুর্গা যেমন অসুরকে বধ করে পৃথিবীতে শান্তি এনেছিলেন, তেমনি আপনার জীবনের সব বাধা কেটে যাক। শুভ বিজয়া দশমী!
৭. মিষ্টিমুখ আর নতুন করে শুরু করার বার্তা নিয়ে আসুক আজকের দিনটি। শুভ বিজয়া!
৮. এই বিজয়ার দিনে আপনার জীবন ভরে উঠুক নতুন আলোয়। আনন্দ, প্রেম আর উল্লাসে কাটুক আপনার প্রতিটি দিন।
৯. সবার জীবনে যেন আসে অনাবিল সুখ। এই শুভ কামনা নিয়ে জানাই বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
১০. পুরাতন সব গ্লানি দূর করে, নতুন করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়ার দিন আজ। শুভ বিজয়া!