ভাইফোঁটা মানেই ভাই এবং বোনদের কাছে একটা স্পেশাল দিন। এই দিন যেন আরও একবার খুনসুটিতে মেতে ওঠে ভাই-বোনেরা, আরও দৃঢ় হয় সম্পর্ক। এই দিন ছোটবেলার বেশ কিছু পুরনো কথা আবারও মনে করলেন অভিনেতা সৌরভ চক্রবর্তী।ভাইফোঁটা উপলক্ষে একটি দিন ছুটি পেয়েছিলেন তাই বাড়ি থেকে বেশ খানিকটা দূরে বোনের কাছে ছুটে যান ফোঁটা নিতে। ভাইফোঁটা উপলক্ষে দিদির জন্য এতোটুকু তো করতেই হত। ভাইফোঁটা নেওয়ার পর দিদি, ভাগ্নে এবং মাকে নিয়ে চলল খাওয়া-দাওয়া এবং কেনাকাটি পর্ব।
বিশেষ মুহূর্তের ছবিগুলি পোস্ট করে সৌরভ মজা করে লেখেন, ‘ছোটবেলায় আমার দিদি সবসময় আমাকে বলতে আমাকে নাকি মা কুড়িয়ে পেয়েছে। মাঝেমধ্যেই এই কথা বলে আমাকে রাগাত। ভাগ্যিস আমাদের দুজনেরই একই জায়গায় গজদন্ত রয়েছে, না হলে হয়তো আমি ওকে বিশ্বাস করে ফেলতাম!’
সত্যিই তো, ভাই বোনদের মধ্যে এই ছোট ছোট খুনসুটির কথাই তো মনে পড়ে যায় ভাইফোঁটার দিন। মা তোকে কুড়িয়ে পেয়েছে, এই কথাটা বোধহয় প্রায় প্রত্যেক ভাইবোনদের মধ্যেই বলতে শোনা যায়। ছোটবেলায় এই কথা বলেই ছোট ভাই বা বোনকে রাগিয়ে দেয় বড় দাদা বা দিদি।
ছোটবেলায় কথাটা শুনে যতটা রাগ হয়, একটা সময়ের পর এই কথা শুনে ততটাই হয় মজা। আসলে জীবন তো এই ছোট ছোট স্মৃতি দিয়েই তৈরি। মান-অভিমান, হাসি মজা এই সবকিছু নিয়েই তৈরি হয় আপনজনদের পরিসর। তাই হাজার ব্যস্ততা সত্বেও এই বিশেষ দিনগুলিতে কাছের মানুষের সঙ্গে সময় কাটাতে ইচ্ছে হয় ভীষণভাবে।

প্রসঙ্গত, সৌরভ চক্রবর্তী এই মুহূর্তে অভিনয় করছেন ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে। এছাড়াও ওয়েব সিরিজের অতি সুপরিচিত মুখ তিনি। ‘শ্বেতকালি’, ‘হ্যালো রিমেম্বার মি’, ‘চরিত্রহীন’, ‘মার্ডার ইন দ্য হিলস’ সহ একাধিক ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি।