চলন্ত তিস্তা তোর্সা এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ! গুরুতর জখম শিশু

Spread the love

রাতের অন্ধকারে ফরাক্কা ও ধুলিয়ান স্টেশনের মাঝে চলন্ত তিস্তা-তোর্সা এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ উঠল। ঘটনায় এক বছরের দেড় মাস বয়সী শিশু জখম হয়েছে। খবর অনুযায়ী, পাথরটি ট্রেনের জেনারেল কামরায় এসে শিশুটির কপালে লাগে। ভাগ্যক্রমে শিশুর চোখ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায়। তবে কপাল ফেটে রক্ত ঝরে। শিশুটির বাবা তাৎক্ষণিকভাবে গামছা দিয়ে ক্ষতস্থল চেপে ধরেন। ট্রেনে অবস্থানের কারণে প্রথমিক চিকিৎসা নেওয়া যায়নি। ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় ওঠে। ঘটনার পুনরাবৃত্তি রোধে রেল কর্তৃপক্ষকে তৎপর হওয়ার দাবি জানানো হয়েছে। স্থানীয় যাত্রীরা বলেন, যারা এই কাজ করেছে, তাদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়া উচিত। রেল পুলিশের সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার আরপিএফের ইন্সপেক্টর প্রেম সিং মিনা বর্তমানে ছুটিতে রয়েছেন। তবে তিনি বলেন, বিষয়টি খোঁজ নেওয়া হবে। জঙ্গিপুর রেলের এক আধিকারিক জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এ ঘটনা সম্পর্কে জানা গেছে, এখনও কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে রেলও নিজ উদ্যোগেও প্রচার চালাবে।

প্রসঙ্গত, ওই রাতে কটিহার স্টেশন থেকে ট্রেনে ওঠেন বিহারের এক শ্রমিক দম্পতি। তাঁদের সঙ্গে ছিল বছর দেড়েক বয়সী শিশু। তাঁরা বহরমপুরের একটি ইটভাটায় কাজের জন্য যাত্রা করছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ফরাক্কার সাঁকোপাড়া হল্ট স্টেশন ছাড়ার পর ধুলিয়ান গঙ্গা স্টেশনের আগে অন্ধকার থেকে পাথর ছোড়া হয়। মালদহের বাসিন্দা এবং ট্রেনের যাত্রী সুফিয়ান মিয়া জানান, আচমকাই একটি পাথর এসে শিশুটির কপালে লাগে। চলন্ত ট্রেনে এমন ঘটনা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে আক্রান্ত শিশুর পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *