ছেলে ইউভানের সঙ্গে ঢাক বাজালেন শুভশ্রী

Spread the love

দুর্গাপুজোর সপ্তমীর সকালে দুই সন্তানকে নিয়ে পুজোর আনন্দে মাততে দেখা গিয়েছিল রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। একসঙ্গে আনন্দ-মজায় কাটানো নানা মুহূর্তের ছবিও ভাগ করে নেন তাঁরা। আর এবার দেখা গেল ছেলে ইউভানের সঙ্গে ঢাক বাজাচ্ছেন মা শুভশ্রী। রাজ-শুভশ্রী তাঁদের ইন্সট্রাগ্রাম হ্যান্ডেলে এই ছবি ভাগ করে নেন।

সপ্তমীর সকালে শুভশ্রী তাঁর মেয়েকে নিয়ে হলুদে সেজে উঠেছিলেন। হলুদ রঙের শাড়িতে দেখা যায় নায়িকাকে। চোখে সানগ্লাস, সোনার চুড়ি, সোনার হার, স্লিভলেস হলুদ ব্লাউজ, হলুদ শাড়ি সব মিলিয়ে সপ্তমীর সকালে বেশ মিষ্টি দেখাচ্ছিল নায়িকাকে।

খুদে ইয়ালিনিও পরেছিল হলুদ রঙের একটি কড সেট। ছোট্ট ইয়ালিনি আবার হলুদ টিপও পরেছিল। অন্যদিকে, রাজের পরনে ছিল একটি সাদা রঙের পাঞ্জাবি এবং অফ হোয়াইট রঙের ধুতি। বাবার সঙ্গেই রং মিলান্তিতে সেজে উঠেছিল ইউভান। তার পরনে ছিল সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি।

রাজ- শুভশ্রীর শেয়ার করা ভিডিয়োয় দেখা যায়, চোখে রোদ চশমা পরে প্যান্ডেলে মনের আনন্দে ঢাক বাজাচ্ছেন নায়িকা। তাঁর পাশে মেয়ে ইয়ালিনিকে কোলে নিয়ে সেই ঢাকের তালে তালে কোমর দোলাচ্ছেন রাজ। তাঁর চোখেও রোদ চশমা। আর তাঁর ঠিক পাশটায় আরও একটা ছোট্ট ঢাক বাজাচ্ছে ইউভান। নায়িকার পুরো পরিবার ঢালের বাদ্যির সঙ্গে একেবারে অন্য মেজাজে ধরা দেয়।

শুভশ্রীকে এভাবে ঢাক বাজাতে দেখে তাঁর অনুরাগীরা ভালোবাসায় ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘ভীষণ মিষ্টি একটা ফ্যামিলি ভিডিয়ো।’ আর একজন লেখেন, ‘রকিং লেডি।’ আবার একজন নায়িকা মন্ডপের ভিতরেও রোদ চশমা পরে আছেন দেখে কমেন্টে লেখেন, ‘ওরকম মন্ডপের ভিতর চশমা পরে কে তাকায় ভাই?’

প্রসঙ্গত, সোমবার তাঁদের শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল সপ্তমীতে মধ্যাহ্ন ভোজ তাঁরা সেরেছিলেন ভোগের খিচুড়ি দিয়েই। মেনুতে ছিল খিচুড়ি, পায়েস এবং তরকারি। পরিবারের অন্যান্য সদস্য এবং বন্ধুদের সঙ্গে পুজো মন্ডপেই চুটিয়ে খাওয়া দাওয়া করে গোটা রাজ- শুভশ্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *