ছেলে হওয়ার পর নিজেকে ‘পুরদস্তুর মা’ হিসেবে ঘোষণা পরিণীতির

Spread the love

অভিনেত্রী পরিণীতি চোপড়া এবং তাঁর রাজনীতিবিদ স্বামী রাঘব চাড্ডা ১৯ অক্টোবর তাঁদের পুত্রসন্তানকে স্বাগত জানিয়েছেন। নায়িকা তো এমনটাও জানিয়েছেন যে তিনি এখনই ‘পুরোদস্তুর মা’ হয়ে গিয়েছেন এবং তিনি যে আর গর্ভবতী নন, সেটার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন!

সোমবার পরিণীতি তাঁর ইনস্টাগ্রামে মাতৃত্বের অনুভূতি কেমন, তা নিয়ে একটি স্টোরি শেয়ার করেছেন। তিনি আমির খানের আইকনিক ছবি ‘আন্দাজ আপনা আপনা’-র একটি মজার ক্লিপ শেয়ার করেছেন, যেখানে তাঁর চরিত্রটিকে প্রথমে হাসিতে ফেটে পড়তে দেখা যায় এবং তারপরেই তাঁর মুখের অভিব্যক্তি উদ্বেগ-কান্নায় বদলে যায়। ক্লিপটির শেষে একটি ডাব করা ভয়েস শোনা যায়, ‘খতম-টাটা-বাই-বাই’।

ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল, ‘আমি বুঝতে পারছি যে আমি এখন একজন পুরদোস্তুর মা এবং আর গর্ভবতী নই’! পরিণীতি দুটি হাসির ইমোজি দিয়ে তাঁর স্টোরিতে রিলটি পুনরায় পোস্ট করেছেন।

ছেলেকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে আসার পর, পরিণীতি তাঁর স্টোরিতে একটি নোট লিখে, পুত্রসন্তানের আগমনের পর ভালোবাসা ও আশীর্বাদ পাঠানোর জন্য ভক্ত, বন্ধু এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। তিনি লিখেছিলেন, ‘আপনাদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ! প্রত্যেককে আলাদাভাবে উত্তর দিতে পারছি না – তবে জেনে রাখুন আমরা প্রতিটি মেনশন এবং বার্তা পড়েছি এবং সেগুলিকে মনের গভীরে রেখেছি! আপনাদের সবাইকে ভালোবাসি। — পরী ও রাঘব’।

প্রসঙ্গত, লন্ডনে একটি অনুষ্ঠানে দেখা হয় পরিণীতি ও রাঘবের। আর প্রথম ডেটে গিয়েই একে-অপরের প্রেমে পড়েন। আর সবটাই হয় মাত্র কয়েকমাসের মধ্যে। এরপর ২০২৩ সালের ১৩ মে বাগদান সম্পন্ন করেন এবং ওই একই বছর ২৪ সেপ্টেম্বর বিয়ে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *