কিছুদিন আগেই জিৎ অভিনীত ছবি ‘কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী’ সিনেমার শ্যুটিং শুরু হয়েছিল। কালীপুজোর দিন এই ছবির শুভ মহরৎ অনুষ্ঠিত হয়েছিল। সমস্ত রীতিনীতি মেনে পুজো সম্পন্ন করার পর শুরু হয় ছবির কাজ। আর এবার প্রকাশ্যে এল ছবির প্রথম মোশান পোস্টার।মঙ্গলবার প্রকাশ্যে এল ছবির প্রথম মোশান পোস্টার। এই মোশান পোস্টারে দেখা যায় একাধিক সংবাদ পত্রের কাটআউট। আর সেই সংবাদ পত্রের মাঝেই ফুটে ওঠে জিতের মুখ। তবে একটা লুক নয়। দেখা মেলে নায়কের দুটি লুকের। একটিতে দেখা যায় দাঁড়ি গোঁফ ছাড়া জিৎ। আর দ্বিতীয় ছবিতে দেখা যায় মুখে দাড়ি গোঁফ-সহ জিৎকে। নায়কের দুই চোখ জ্বলছে ভাটার মতো তারপর মোশান পোস্টারটি শেষ হয় জিতের দুই লুক দিয়েই। সেখানেই ফুটে ওঠে ছবির নাম ‘কেউ বলে ডাকাত কেউ বলে বিপ্লবী’। পোস্টাটি পোস্ট করে নির্মাতাদের পক্ষ থেকে ক্যাপশনে লেখা হয়, ‘যতদিন মানুষ থাকবে ততদিন থাকবে বিপ্লব। তার কোনও শেষ নেই, সে অনন্ত।’
পথিকৃৎ বসু পরিচালিত এই সিনেমায় উঠে আসবে বিপ্লবী অনন্ত সিং- এর জীবনী। অনন্ত সিং- এর ভূমিকায় দেখতে পাওয়া যাবে অভিনেতা জিৎকে। সবকিছু যদি ঠিকঠাক থাকে, আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের ১৫ আগস্ট মুক্তি পেতে পারে ছবিটি।
নন্দী মুভি প্রযোজিত এই ছবিতে উঠে আসবে ১৯৬০ দশকের কলকাতার পটভূমি, যেখানে এই অচেনা সংগ্রামীর জীবন নিয়ে বলা হবে গল্প। তবে কেন তাঁকে ডাকাত বলা হয় সেই প্রশ্নের উত্তরও পাওয়া যাবে ছবির মাধ্যমে।

পথিকৃৎ এর আগে ‘দাবাড়ু’ এবং ‘শ্রীমান ভার্সেস শ্রীমতি’ ছবির মাধ্যমে দর্শকদের ভরসা জিতেছেন। এবার একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে আসতে চলেছেন তিনি। সঙ্গে থাকবেন সুপারস্টার জিৎ।
এই ছবিতে রয়েছে আরও একটি বড় চমক। এই প্রথমবার বড় পর্দায় জুটি বাঁধবেন জিৎ এবং টোটা রায় চৌধুরী। এই সিনেমায় দুর্গা রায়ের চরিত্রে অভিনয় করবেন টোটা। নেতিবাচক না হলেও অনন্তের চিরশত্রুর চরিত্রে অভিনয় করবেন তিনি।শোনা যাচ্ছে, কলকাতা সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গায় হবে ছবির কাজ। এই সিনেমায় মেক আপের দায়িত্বে রয়েছেন সোমনাথ কুন্ডু। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শান্তনু মৈত্র।