ডাল লেকের বুকে আছড়ে পড়ল মিসাইলের মতো বস্তু! বিকট বিস্ফোরণের শব্দ

Spread the love

ভারতের ‘অপারেশন সিঁদুর’র সঙ্গে টক্কর দিতে পাকিস্তান শুরু করেছে, ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’। এরই মাঝে জম্মুতে, পঞ্জাবে, রাজস্থানে পর পর জায়গায় ড্রোন ও মিসাইল তাক করে টার্গেট করছে পাকিস্তান। পাল্টা ভারত তা প্রতিহত করার সঙ্গে সঙ্গে পাকিস্তানের ভিতর একাধিক মিসাইল লঞ্চপ্যাড, জঙ্গি লঞ্চপ্যাড বায়ু ঘাঁটি গুঁড়িয়ে দিচ্ছে। এরই মাঝে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে শনিবার সকালে আছড়ে পড়ল মিসাইলের মতো বস্তু। জানা যাচ্ছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। এমনই দাবি একাধিক মিডিয়া রিপোর্টের।

ভারত যেখানে বেছে বেছে পাকিস্তানের জঙ্গি শিবিরকে টার্গেট করছে, পাকিস্তান সেখানে ভারতীয় সেনা সহ সাধারণ নাগরিকদের হত্যা লীলার চেষ্টায় মেতে। এরই মাঝে প্রকৃতির অপরূপ শোভায় সজ্জিত শ্রীনগরের অন্যতম গর্বের ডাল লেকে আছড়ে পড়েছে এদিন মিসাইলের মতো এক বস্তু। প্রাকৃতিক অপূর্ব শোভা ধরে রাখা ডাল লেকের বুকে এই মিসাইলের মতো বস্তু পড়তেই বিকট আওয়াজ শোনা যায়। স্বভাবতই শুরু হয় আতঙ্ক। শুধু শ্রীনগর নয়। শনিবার নতুন করে পঞ্জাবের ভাতিন্ডাতেও বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের অবন্তীপোরায় ৩ থেকে ৫ টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।

প্রসঙ্গত, বহু রিপোর্ট দাবি করছে, পাকিস্তান আইএমএফর থেকে সদ্য যে ১.৪ মার্কিন বিলিয়ন ডলার পেয়েছে, তা পেতেই পাকিস্তানের যুদ্ধপন্থা পাল্টাতে শুরু করেছে। গত কয়েক দিনের থেকে সদ্য শুক্রবার রাত থেকে পাকিস্তান কার্যত ‘অল আউট অ্যাটাক’এর পন্থায় নেমেছে। শনিবার রাত থেকে মুুহুর্মুহু ড্রোন বর্ষণ হয়েছে। শনিবার ভোরবেলা জম্মুর রজৌরিতে জম্মু ও কাশ্মীরের এক সরকারি অফিসারের বাড়িতে আছড়ে পড়ে পাকিস্তানি ড্রোন। তিনি সেখানেই মারা যান। ঘটনাস্থলে ছুটে আসেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এদিকে, বেলা গড়াতেই জলন্ধর সহ বেশ কিছু জায়গা থেকে উদ্ধার হয়েছে ড্রোনের ধ্বংসাবশেষ। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *