দেশপ্রিয় পার্কে শঙ্খধ্বনিতে নতুন রেকর্ড

Spread the love

দুর্গাপুজো মানেই দেশপ্রিয় পার্কের চমক। কখনও বিশাল প্রতিমা, কখনও অভিনব থিম বরাবরই রেকর্ড গড়ার অভ্যাস রয়েছে এই ক্লাবের। এবারে পুজোর প্রাক্কালে তারা যোগ করল আরও এক নতুন পালক। একসঙ্গে ৬৭০ জন মহিলা শঙ্খ বাজিয়ে গড়লেন নজির, যা জায়গা করে নিল এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে।

বাংলার সংস্কৃতির সঙ্গে শঙ্খধ্বনির সম্পর্ক গভীর। শুভ কাজের সূচনায়, অশুভ শক্তি দূর করতে শঙ্খ বাজানোর ঐতিহ্য বহু পুরনো। সেই ঐতিহ্যকে কেন্দ্র করেই দেশপ্রিয় পার্কের দুর্গোৎসব মঞ্চে আয়োজন করা হয় এই বৃহৎ শঙ্খবাদনের। সকলে মিলে শঙ্খ বাজানোর মুহূর্তে চারদিক গমগম করে ওঠে, আর সেখানেই তৈরি হয় ইতিহাস।

দেশপ্রিয় পার্ক দুর্গোৎসবের সম্পাদক সুদীপ্ত কুমার বলেন, এবার মণ্ডপে ১৭০ ফুট লম্বা নৌকার প্রতিরূপ তৈরি হয়েছে। তার পাশাপাশি ৬৭০ মহিলার সম্মিলিত শঙ্খধ্বনিতে যে রেকর্ড গড়া হল, সেটা নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। দেশপ্রিয় পার্ক বোধহয় রেকর্ড তৈরির জন্যই তৈরি হয়েছে।

এই উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন কেয়া শেঠও। তিনি জানান, শঙ্খ বাজানো বাঙালির এক অমূল্য ঐতিহ্য। সেখান থেকেই এই পরিকল্পনার জন্ম। যদি এতজন মহিলাকে দিয়ে একসঙ্গে শঙ্খ বাজানো হাউ তাহলে বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়া সম্ভব। তাই নাম দেওয়া হয়েছিল, ‘বাজাব শঙ্খ, করব রেকর্ড’। সেই ভাবনা বাস্তবায়িত হয়েছে। আয়োজকদের তরফে সুনন্দ বলেন, এত মহিলা ডাকে সাড়া দিয়ে যোগ দিলেন, সেটাই ছিল সবচেয়ে বড় সাফল্য। এই রেকর্ড শুধু ক্লাবের জন্য নয়, কলকাতার গর্ব, একইসঙ্গে সমস্ত দুর্গাপুজো আয়োজকদের জন্যও এক প্রকার সম্মানের জায়গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *