আবারও পুলিশের জালে বিজেপি নেতা রাকেশ সিং। কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পেয়েছিলেন তিনি। কিন্তু সোমবার রাতে ফের কসবায় ফ্ল্যাট দখল ও মারধরের অভিযোগে তাঁকে গ্রেফতার করল পুলিশ। শুধু রাকেশই নন, এই মামলায় তাঁর ছেলে শিবম ও মেয়ে সিমরনকেও আটক করেছে কসবা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, দক্ষিণ কলকাতার কসবায় একটি বহুতলের তিনতলায় এক ফ্ল্যাট জবরদখল করে রাখার অভিযোগ উঠেছে রাকেশ সিংয়ের বিরুদ্ধে। ওই একই ভবনের চারতলায় রাকেশের নিজস্ব ফ্ল্যাট রয়েছে। অভিযোগ, তিনতলার ফ্ল্যাটের মালিক চন্দু খাঁ সোমবার শ্রমিক নিয়ে সেখানে গিয়ে জিনিসপত্র সরানোর কাজ শুরু করেন। ঠিক সেই সময় রাকেশ দলবল নিয়ে সেখানে হাজির হন। অভিযোগ, তাঁরা হামলা চালান চন্দু খাঁ ও তাঁর পরিবারের উপর। হামলাকারীদের হাতে আগ্নেয়াস্ত্রও ছিল বলে দাবি উঠেছে। চন্দু খাঁ ও তাঁর ছেলে সপ্তর্ষি খাঁকে বেধড়ক মারধর করা হয়। বন্দুকের বাঁট ও ছুরি দিয়ে আঘাত করা হয় তাঁদের। আক্রান্ত চন্দু খাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চন্দুর আর এক পুত্র রাজর্ষি খাঁ জানিয়েছেন, তাঁদের তিনতলার ফ্ল্যাটে জোর করে ঢুকে নিজেদের জিনিসপত্র রেখে দিয়েন ছে রাকেশ সিং। বহুবার অনুরোধ করেও কিছু সরানো হয়নি। তাই শ্রমিক ডেকে সরাতে গেলে তাঁরা দলবল নিয়ে এসে বাবাকে মেরেছে। বন্দুকের বাঁট দিয়ে আঘাত করেছে, চোখে স্প্রে করেছে যাতে কিছু দেখা না যায়। এমনকি ছুরি নিয়েও হামলার চেষ্টা করে। তাঁর অভিযোগ, রাকেশের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে।

এই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাকেশ, শিবম ও সিমরন সিংকে গ্রেফতার করে। তদন্তকারীরা জানিয়েছেন, ফ্ল্যাট দখল ও হামলার অভিযোগে তাঁদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রদেশ কংগ্রেস দফতরে হামলা ও ভাঙচুরের ঘটনায় রাকেশ সিংয়ের নাম উঠে এসেছিল। সেই মামলায় গ্রেফতার হলেও পরে জামিনে মুক্তি পান তিনি। কিন্তু ফের নতুন এই ঘটনায় বিজেপি নেতার গ্রেফতার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।