আতঙ্ক ছড়াল দক্ষিণ কলকাতার যাদবপুরে। সোমবার রাতে বিজয়গড় এলাকায় এক যুবতীর বাড়িতে ঢুকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সৌভাগ্যবশত গুলি ওই যুবতীর গায়ে লাগেনি, তবে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে পুরো এলাকায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক হলেন ওই যুবতীর প্রাক্তন প্রেমিক। তিনি দীর্ঘদিন ধরেই তাঁকে নানাভাবে হেনস্থা করে আসছিলেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে খবর, রাতের দিকে আচমকা ওই যুবতীর বাড়িতে উপস্থিত হন অভিযুক্ত। অতীতের সম্পর্ক শেষ হলেও, যুবক বারবার সম্পর্ক চালিয়ে করার চেষ্টা করছিলেন। কিন্তু যুবতী সেই প্রস্তাব স্পষ্টভাবে নাকচ করে দেন। এর পরে বিয়েতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে প্রাক্তন প্রেমিক। মুহূর্তের মধ্যে একটি সিঙ্গল শটার বন্দুক বের করে গুলি চালায়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়, ফলে অল্পের জন্য প্রাণে রক্ষা পান ওই যুবতী। ঘটনার পরেই অভিযুক্ত পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানান, এই প্রথম নয়, অতীতেও প্রাক্তন প্রেমিকার উপর হামলার চেষ্টা করেছিলেন ওই যুবক। তখন তাঁরা দু’জনেই বেঙ্গালুরুতে ছিলেন। সেই সময়ও একই ধরনের আক্রমণ চালিয়েছিলেন বলে জানা গিয়েছে। ফলে পুলিশ বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে।
যাদবপুর থানার আধিকারিকরা জানিয়েছেন, ঘটনার পর থেকেই অভিযুক্তের সন্ধানে তল্লাশি চলছে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যুবতীর সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত বর্ণনা নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, সম্পর্ক ভেঙে যাওয়ার প্রতিশোধ হিসেবেই এই হামলা পরিকল্পনা করে অভিযুক্ত। উল্লেখ্য, মাস দু’য়েক আগেই এমনই এক ঘটনা নাড়িয়ে দিয়েছিল রাজ্যকে। নদিয়ার কৃষ্ণনগরে ঈশিতা মল্লিককে গুলি করে খুন করেছিলেন তাঁর প্রাক্তন প্রেমিক দেশরাজ সিংহ। যাদবপুরের এই ঘটনার সঙ্গে কৃষ্ণনগরের সেই নৃশংস হত্যার মিল খুঁজে পাচ্ছে পুলিশও।
