বড়পর্দায় ডেভিউ ইউটিউবার ভুবনের

Spread the love

সোশ্যাল মিডিয়ায় কনটেন্ট ক্রিয়েটরকে যিনি সবার আগে মানুষের মধ্যে জনপ্রিয় করে তুলেছিলেন তিনি হলেন জনপ্রিয় ইউটিউবার ভুবন বাম। অতি সাধারণ ঘর থেকে উঠে আসা এই ইউটিউবার আজ কোটি কোটি সম্পত্তির মালিক। তবে আর পাঁচজন সিনেমা প্রেমিক মানুষদের মতো ভুবনের স্বপ্ন ছিল বড়পর্দায় অভিনয় করার।

ভুবনের সেই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের হাত ধরে এই স্বপ্ন পূরণ হবে ভুবনের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই সুখবর ভাগ করে নিয়েছেন ইউটিউবার নিজেই। ইনস্টাগ্রামে ধর্মা প্রোডাকশনের একটি চুক্তিপত্রের ছবি ভাগ করে নেন তিনি।পোষ্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘স্বপ্ন দেখো বন্ধুরা, স্বপ্ন পূরণ হয় ঠিকই। যদিও এই সবকিছুই তোমাদের সমর্থন ছাড়া সম্ভব হতো না। তোমাদের সবার আশীর্বাদ সবসময় প্রয়োজন আমাদের।’

ভুবনে আরও জানিয়েছেন, কমেডি ঘরানার ছবিকেই নিজের প্রথম সিনেমা হিসেবে বেছে নিয়েছেন তিনি। ছবির নাম ‘কুকু কি কুন্ডলী’। পরিচালক শরণ শর্মা। ভুবনের বিপরীতে অভিনয় করবেন ওয়ামিকা গাব্বি।ভুবনের জীবনের এই বড় খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভক্তরা এবং ভুবনের বন্ধুরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কনটেন্ট ক্রিয়েটার কুশা কপিলা লেখেন, ‘অনেক অনেক অভিনন্দন’। অভিনেতা রাজকুমার রাও লেখেন, ‘সত্যি এটা অনেক বড় খবর। তোমার কঠিন পরিশ্রমের ফল এটা।’

তবে শুধু ভুবন একা নন, এই নতুন ছবির কথা প্রকাশে এনেছেন করণ জোহর নিজেও। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভুবন সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ভুবন জনপ্রিয় একজন ইউটিউবার। এখন আমাদের সঙ্গে কাজ করছে আমাদের ছবিতে।’

এই কথা বলেই মজার ছলে পরিচালক বলেন, ‘এ বাবা আমি মুখ ফসকে বলে ফেললাম। আমি দেখছি ধর্মা প্রোডাকশনের কোনও কিছুই গোপন করে রাখতে পারছি না। দুঃখিত ভুবন। আমার অনেক বেশি সচেতন হওয়া উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *