বুকের ঠিক কোন জায়গায় ব্যথা হলে বুঝবেন হার্ট অ্যাটাক?

Spread the love

বুকের যন্ত্রণা মানেই কি হার্ট অ্যাটাক? ঠিক কোথায় ব্যথা হলে বুঝতে হবে হৃদরোগের লক্ষণ? আর কোন কোন লক্ষণ আসতে পারে বুকে ব্যথা ছাড়া?হার্ট সুস্থ রাখার তাগিদ যে শুধু বেশি বয়সেই প্রয়োজন তাই নয়, এখন মাঝ কুড়িতেই ধরা পড়ছে হার্টের নানারকম সমস্যা। যা নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট হতে হবে কম বয়স থেকেই। হার্ট সুস্থ রাখার যেমন কিছু নিয়ম-কানুন আছে, তেমনই হার্ট অ্যাটাকের লক্ষণগুলোও চিনে রাখা প্রয়োজন। নাহলে হয়তো ঠিক সময়ে সিগন্যাল দিলেও তা রোগী বুঝতে পারবেন না। আবার কখনও অন্যকোনো সমস্যাকেও হার্টের অসুখের লক্ষণ ভেবে আতঙ্কিত হবেন।


কোথায় হয় এই ব্যথা?

* ব্যথা হলো বুকের ঠিক মাঝখানে।

* বুকের বাঁদিকেও মোচড় দিয়ে ব্যথা হতে পারে।

* ব্যথার ধরন খুবই তীক্ষ্ণ।

* মনে হবে শ্বাস আটকে যাচ্ছে।

* বুকে ভীষণ চাপ অনুভূত হতে পারে।

* বাঁ হাত দিয়ে ব্যথাটা আস্তে আস্তে নামতে শুরু করে ।

* কুল কুল করে ঘাম হয়।

* মাথা ঘুরে যেতে পারে।

* থাকতে পারে বমি বমি ভাব।

হার্ট অ্যাটাকের যে শুধু এ লক্ষণই দেখা যাবে, তা নয়। যারা ডায়াবেটিক, বিশেষত নারীদের ক্ষেত্রে হার্ট অ্যাটাকের লক্ষণগুলো অন্যভাবে আসতে পারে। খুব বেশ বুকে যন্ত্রণা না হলেও অন্য কিছু লক্ষণ দেখা যায়।

* হালকা থেকে বেশি শ্বাসকষ্ট হতে পারে।

* যখন মনে হয়, শরীরে অক্সিজেনের ঘাটতি হচ্ছে । একটু অক্সিজেন পেলে ভালো হত।

* প্রচণ্ড ঘাম হওয়া।

* হঠাৎ মাথা ঘুরে যেতে পারে।

* রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মাথা ঘুরে পড়ে যাওয়া।

* হালকা ফেন্টিং অ্যাটাক হওয়া।

* অনিয়মিত হার্ট বিট। হঠাৎ বুক ধড়ফড়ানি হওয়া।

এ উপসর্গগুলোকে কিন্তু এড়িয়ে গেলে হবে না। প্রতিটিই হতে পারে হার্ট অ্যাটাকের লক্ষণ। বুকে ব্যথা হৃদরোগের উপসর্গ ঠিকই, কিন্তু শরীরের অন্য জায়গায় ব্যথাও কিন্তু হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে।

* মাড়িতে যন্ত্রণা

* পিঠে হঠাৎ করে যন্ত্রণা

* পাকস্থলীর ঠিক উপর দিকে ব্যথা, অনেকে গ্যাস-অম্বলের সঙ্গে এ ব্যথাটি গুলিয়ে ফেলেন।

তাই শরীরের কোনো জায়গায় হঠাৎ যন্ত্রণাকে কখনই আন্দাজে গ্যাস-বদ হজমের ব্যথা ভেবে তুচ্ছ করা ঠিক নয়। প্রাণ বাঁচাতে হার্টের কেয়ার নিতে হবে আগে থেকেই। দেখাতে হবে চিকিৎসককে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে হবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *