আজ বিজয়া দশমী। ভোর থেকেই যেন মন কেমনের পালা। মা বিদায় নেবেন আজ। কিন্তু এই বিদায়বেলাতেও যেন সবার মুখে হাসি থাকে। তাই ভাসানের পর বড়রা ছোটদের প্রণাম করে। ছোটরা বড়দের আশীর্বাদ নেন। বন্ধুদের মধ্যে চলে প্রীতি ও শুভেচ্ছা বিনিময়ের পালা। ফোনের যুগে অনেকেই মোবাইল মারফত শুভেচ্ছাবার্তা পাঠিয়ে থাকেন। কিন্তু মেসেজ পাঠালে কী লেখা যায়? এখানে থাকল দশটি সেরা শুভেচ্ছাবার্তার হদিশ। দেখে নিতে পারেন এখান থেকেই।
বিজয়া দশমী ২০২৫-র সেরা ১০ শুভেচ্ছা
১. শুভ বিজয়া! মা দুর্গা যেমন অশুভকে পরাজিত করেছিলেন, তেমনি আপনার জীবনের সমস্ত বাধা-বিপত্তি দূর হোক। বিজয় সব সময় আপনার হোক।
২. গুরুজনদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেক অনেক স্নেহ ও ভালোবাসা। বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।
৩. দশমীর এই শুভ দিনে, আপনাদের পরিবারে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবার জীবন ভরে উঠুক আনন্দ আর আলোয়। শুভ বিজয়া!
৪. ঢাকের কাঠি নীরব হলো, মন ভরেছে বিষাদে,
তবুও আশা একটাই, ‘আসছে বছর আবার হবে’—এই অঙ্গীকারে।
শুভ বিজয়া দশমী।
৫. বিজয়া দশমী মানেই নতুন করে পথ চলা, নতুন আশা আর নতুন করে বাঁচার প্রেরণা। মা দুর্গার আশীর্বাদে শুরু হোক আপনার জীবনের এক নতুন অধ্যায়।

৬. মা দুর্গা আপনার জীবনে সাহস, শক্তি আর জ্ঞান নিয়ে আসুক। প্রতিটি পদক্ষেপে সফল হোন। শুভ বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা।
৭. অন্ধকার দূর হোক, আলো আসুক। মন থেকে সব নেতিবাচকতাকে বিদায় দিয়ে শুরু করুন নতুন জীবন। শুভ বিজয়া!
৮. এই বিজয়া দশমীর আনন্দ আপনার হৃদয়কে ভালোবাসা ও ইতিবাচকতায় পূর্ণ করুক। সকলকে জানাই আন্তরিক শুভকামনা।
৯. সকলের জীবনে থাকুক শুধু আনন্দ আর হাসি। মান-অভিমান ভুলে সবাই মিলে মিষ্টিমুখ করুন। এই কামনা করে জানাই শুভ বিজয়া।
১০. মাগো এবার বিদায় তবে, আসছে বছর আবার হবে। চোখের জলে বিদায় জানালেও, মনে থাকুক মায়ের আগমনের প্রতীক্ষা। শুভ বিজয়া দশমী!