যেন দুই বোন! হবু বউমার জন্মদিনে আদুরে চুমু শ্রাবন্তীর

Spread the love

নিজেদের ব্যক্তিগত জীবনের জন্য হামেশাই চর্চায় থাকেন শ্রাবন্তী। নায়িকার ছেলে অভিমন্যুকে নিয়েও কম উৎসাহ নেই নেটিজেনদের। ৩৭ বছর বয়সী নায়িকার প্রাপ্তবয়স্ক ছেলে রয়েছে, এমনকী সিরিয়াস সম্পর্কেও রয়েছে অভিমন্যু। তাঁর গার্লফ্রেন্ড সুপারহট।

মডেল দামিনী ঘোষের সঙ্গে অভিমন্যুর সম্পর্কের সাতকাহন কারুর অজানা নয়। শ্রাবন্তী পুত্র এখন তেইশ বছরের ঝকঝকে তরুণ। ১৮-র গণ্ডি পার করবার আগেই মডেল দামিনী ঘোষের সঙ্গে নিজের প্রেম সম্পর্কে শিলমোহর দিয়েছিলেন অভিমন্যু চট্টোপাধ্যায়। গত পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করছেন অভিমন্যু-দামিনী। এই জুটির রোম্যান্সে বুঁদ ছবি হামেশাই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। ২৬শে অক্টোবর ছিল দামিনীর জন্মদিন।

এই বছর জন্মদিনটা হবু শাশুড়ি মা আর প্রেমিকের সঙ্গেই উদযাপন করেছেন দামিনী। বার্থ ডে পার্টির অন্দরের ছবি ভাগ করে নিয়েছেন সোশ্যালে। পোলকা ডট ড্রেসে সুন্দরী দামিনী। ডেনিম ওভারসাইজ শার্টে পাওয়া গেল অভিমন্যুকে। দামিনীর জন্মদিনে জিনস আর সাদা-সবুজ টি-শার্টে হাজির শ্রাবন্তী। হবু বউমার গালে আদুরে চুমু খেলেন, কখনও তাঁকে জাপটে ছবি তুললেন।ছেলের লাভ লাইফের খুটিনাটি ভালোভাবেই জানা শ্রাবন্তীর। মা-ছেলের বয়সের ব্যবধান মাত্র ১৭ বছরের। তাঁদের সম্পর্কটা অনেকটা ভাইবোনের মতো। ছেলের বয়সে বড় প্রেমিকা নিয়েও আপত্ত নেই নায়িকার। বয়সে অভিমন্যুর চেয়ে প্রায় বছর সাতের বড় দামিনী! অবাক হলেন তো? হুম দামিনী আর শ্রাবন্তীর বয়সের ফারাক মাত্র ১০ বছরের। সেই কথা নিজের মুখেই জানিয়েছিলেন নায়িকা।

শ্রাবন্তীকে আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘ও (দামিনী) আমার থেকে ১০ বছরের ছোট। বোনের মতো। আমাদের সম্পর্কের সমীকরণ খুব সুন্দর।’ ছেলে আর তাঁর অভিভাবকের মতো দামিনী, সে কথাও বলেন শ্রাবন্তী।

২০০৩ সালে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে ভালোবেসে বিয়ে করে নেন শ্রাবন্তী। সেই সম্পর্ক সুখের না হলেও, পেয়েছিলেন জীবনের সেরা উপহার। কোলে এসেছিল ছেলে ঝিনুক।শ্রাবন্তীর ছেলের সুদর্শন চেহারা বরাবরই চোখ টানে। খুব শিগগির হয়ত টলিউডে পা দেবে অভিমন্যু। তবে ক্যামেরার সামনে নয় ক্যামেরার পিছনে কাজ করতেই আগ্রহ বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *