লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী

Spread the love

দেখতে দেখতে দশমীর দিন চলে এলো। মায়ের বিদায় বেলায় মাকে বরণ করে এবার শ্বশুরবাড়ি পাঠানোর পালা। হাজার কষ্ট হলেও চোখে জল নিয়ে প্রতিবছর এই কাজ করতে হয় বাঙালিদের। এই বছর পুজোয় একেবারে অন্যরকম সাজে সেজে মাকে বরণ করলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবিগুলি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে শুভশ্রী পরে রয়েছে একটি লাল টুকটুকে শাড়ি। গায়ে সোনার গয়না, পায়ে আলতা। সিঁথিভর্তি সিঁদুর পরে যেন একেবারে নতুন বউ দেখতে লাগছে শুভশ্রীকে।

যদিও প্রতিবছর এই দিনটা মাকে বরণ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন শুভশ্রী। অন্তঃসত্ত্বা অবস্থাতেও তিনি করেছিলেন মাকে বরণ। এই বছর শুধু শুভশ্রী নয়, নজর কেড়েছেন রাজ চক্রবর্তীও। একটি গোলাপী রঙের পাঞ্জাবি এবং হলুদ লাল রঙের ধুতিতে সেজেছিলেন তিনি।

শুভশ্রীর হাতে ছিল বরণ ডালা। গাড়ি থেকে নেমেই সকলকে এক গাল হাসি উপহার দেন অভিনেত্রী। তবে শুভ বিজয়ার শুভেচ্ছা জানান না তিনি, কারণ মা উমা শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হলে শুভ বিজয়া বলা যায় না। শুভশ্রীর হাতে বরণ ডালা থাকায় তাঁর চলতে অসুবিধা হয়, তাই তড়িঘড়ি স্ত্রীর হাত থেকে গঙ্গাজলের ঘর তুলে নেন রাজ। রাজ শুভশ্রীর এই মিষ্টি মুহূর্তগুলোই তো বারবার তাঁদের প্রতি ভক্তদের ভালোবাসা বাড়িয়ে দেয়।

এরপরেই আসে বরণের মুহূর্ত। মাকে মিষ্টি খাইয়ে সমস্ত প্রথা মেনেই দেবী দুর্গাকে বরণ করেন অভিনেত্রী। শুভশ্রীর এই বরণের ভিডিয়ো পোস্ট করা হয় অভিনেত্রীর ফ্যান পেজ থেকে। শুভশ্রীকে এত সুন্দর ভাবে নিষ্ঠা ভরে মাকে বরণ করতে দেখে মুগ্ধ নেটিজেনরা।

তবে এই বিশেষ দিনে দুই সন্তানকে বাড়িতেই রেখে এসেছিলেন তারকা জুটি। গত চার দিন সন্তানদের সঙ্গে চুটিয়ে মজা করেছেন শুভশ্রী। কখনও হলুদ শাড়িতে ছেলের সঙ্গে ঢাক বাজিয়েছেন কখনও আবার কলকাতার বিভিন্ন মন্ডপে আমন্ত্রণ রক্ষা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *