সলমনকে ‘জঙ্গি’ তকমা পাকিস্তানের

Spread the love

সম্প্রতি সৌদি আরবের রিয়াধে একটি অনুষ্ঠানে বালোচিস্তানকে একটি ভিন্ন দেশ বলে দাবি করেছিলেন সলমন খান। ভারতীয় ছবির উন্নতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে হঠাৎ করেই এমন মন্তব্য করে বসে ছিলেন তিনি। কিন্তু এই মন্তব্য করতেই বিপাকে পড়তে হল অভিনেতাকে।সলমনের এই দাবিতে বালোচ নেতারা খুশি হলেও একেবারেই খুশি হননি পাকিস্তানের সরকার। ভাইজানের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে অভিনেতাকে ‘জঙ্গি’ বলে ঘোষণা করল পাকিস্তান! পাকিস্তানের সরকার সলমনের নাম রেখেছে অ্যান্টি টেররিজিম অ্যাক্ট (১৯৯৭)- এর তফসিলের আওতায়। কাউকে ইসলামাবাদ ‘জঙ্গি’ বলে মনে করলে এই তালিকায় তাদের ঠাঁই হয়, এবার এই তালিকাতেই নাম রাখা হয়েছে ভাইজানের।

তালিকায় নাম ওঠার পর আপাতত পাকিস্তানে যাতায়াত করতে পারবেন না সলমন খান। ক্লোজ মনিটরিং-এ থাকবেন তিনি। এমনকি ভবিষ্যতে অভিনেতার বিরুদ্ধে আইনি পথেও হাঁটতে পারে পাকিস্তানি সরকার। খুব স্বাভাবিকভাবেই এই খবরটি যে ভাইজানের পক্ষে একেবারেই সুখকর নয় এটা বলাই বাহুল্য।প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করে চলেছে, বালোচিস্তান। মূল দেশ থেকে নিজেদের আলাদা করার জন্যই এই লড়াই। এই আবহে যখন হঠাৎ করে এই দেশটিকে সম্পূর্ণ আলাদা একটি দেশ বলে দাবি করেন ভাইজান, তখন অভিনেতাকে ধন্যবাদ জানান বালো নেতারা। কিন্তু এই মন্তব্যেই আপত্তি পাকিস্তানের।

কেন পাকিস্তানের থেকে বালোচিস্তানকে আলাদা করে দেখানো হয়েছে, এই বিষয় নিয়েই ক্ষোভ প্রকাশ পাকিস্তান সরকারের। তবে প্রতিবেশী দেশের অন্তর্বর্তী সমস্যার মধ্যে অভিনেতার এই একটি মন্তব্য আগুনের ঘি ঢালার মতো কাজ করেছে বলে মনে করছেন অনেকে।

যদিও এই প্রসঙ্গে সলমন খান অথবা ভারত সরকারের পক্ষ থেকে কোনও বিবৃতি জারি করা হয়নি। অনেকে এও মনে করছেন, যেহেতু ভাইজান ভারতের বাসিন্দা তাই আলাদা করে তাঁর সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু প্রতিবেশী দেশ যদি আইনি পদক্ষেপ নেয়, সে ক্ষেত্রে কিছুটা জটিলতায় পড়তে পারেন অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *