আজকের ডিজিটাল যুগে আধার কার্ড যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা আলাদা করে বলে দেওয়ার কোনও দরকার নেই। সেই পরিস্থিতিতে UIDAI (‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’) নতুন মোবাইল অ্যাপ e-Aadhaar তৈরির ঘোষণা করেছে। যা অ্যান্ড্রয়েড এবং iOS উভয় প্ল্যাটফর্মেই আসতে চলেছে। এই অ্যাপের মাধ্যমে আপনি আধার কার্ডের ঠিকানা, রেজিস্টার্ড মোবাইল নম্বর, নাম, জন্ম-তারিখের মতো তথ্য সরাসরি আপনার স্মার্টফোন থেকে আপডেট করতে পারবেন। যেতে হবে না এনরোলমেন্ট সেন্টারে। বাড়িতে বসেই কয়েক মিনিটের মধ্যে আপনার আধার আপডেট করা যাবে। প্রক্রিয়াটি সহজ হবে এবং পরিচয়ের নিরাপত্তাও বাড়বে। জেনে নিন এই অ্যাপে বিশেষ কী কী আছে।
e-Aadhaar কবে আসবে?
রিপোর্ট অনুযায়ী, নতুন e-Aadhaar অ্যাপটি Android এবং iOS উভয় প্ল্যাটফর্মেই চলতি বছরের শেষের দিকে এসে যাবে।
কী কী সুবিধা পাবেন?
আধার পরিষেবা কেন্দ্রে লাইনে দাঁড়ানোর আর প্রয়োজন নেই। কয়েক মিনিটেই আপডেট হয়ে যাবে। সময় বাঁচবে। ডিজিটাল প্রক্রিয়া হওয়ায় পরিচয় জালিয়াতির ঝুঁকি কমবে। আপডেট করা তথ্যের কারণে ব্যাঙ্ক, মোবাইল সিম, সরকারি প্রকল্প ইত্যাদির সুবিধা পাওয়া আরও সহজ হবে।
কীভাবে আধার আপডেট করবেন?
১) UIDAI এখন আধার কার্ড আপডেট করার প্রক্রিয়াটিকে আরও সহজ করে দিয়েছে। আগে নাম, ঠিকানা বা মোবাইল নম্বরের মতো ছোটখাটো আপডেট করার জন্য আধার পরিষেবা কেন্দ্র বা ব্যাঙ্কে যেতে হত। কিন্তু অ্যাপের মাধ্যমে আপনি এই কাজটি e-Aadhaar App দিয়ে বাড়িতে বসেই করতে পারবেন।

২) প্রথমে মোবাইলে e-Aadhaar App ইনস্টল করতে হবে। অ্যাপটি খুললেই ‘Update Aadhaar’ অপশনটি দেখতে পাবেন। তাতে ক্লিক করুন। আপনার Aadhaar Number বা Virtual ID (VID) দিন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি দিয়ে আপনি লগ-ইন করতে পারবেন। এখন আপনি যে তথ্যটি আপডেট করতে চান, সেটি বেছে নিতে হবে।
৩) আপনি যদি ঠিকানা আপডেট করতে চান, তাহলে আপনাকে নতুন ঠিকানা টাইপ করতে হবে। সেজন্য একটি বৈধ ঠিকানার প্রমাণপত্র (যেমন বিদ্যুতের বিল, ব্যাঙ্কের পাসবুক, রেশন কার্ড ইত্যাদি) আপলোড করতে হবে। অন্যদিকে, মোবাইল নম্বর বা ইমেল আইডি আপডেট করার জন্য আপনাকে নতুন নম্বরটি দিতে হবে এবং OTP-র মাধ্যমে ভেরিফাই করতে হবে। সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করার পর ‘Submit’ বাটনে ক্লিক করুন। এরপর আপনার আবেদনটি UIDAI-এর ভেরিফিকেশন প্রক্রিয়ায় চলে যাবে।
৪) আপনি যে তথ্য এবং ডকুমেন্ট দিয়েছেন, তা যাচাই করার পর আপডেটের অনুমোদন দেবে UIDAI। অনুমোদন পেলেই আপনি মেসেজ বা ইমেলের মাধ্যমে আপডেটের খবর পেয়ে যাবেন। সাধারণত এই প্রক্রিয়াটি তিন থেকে পাঁট কার্যদিবসের মধ্যে সম্পন্ন হয়। আপডেট হয়ে যাওয়ার পর আপনি আধারের অফিসিয়াস ওয়েবসাইট বা e-Aadhaar App থেকে আপনার নতুন e-Aadhaar Card ডাউনলোড করতে পারবেন।