Bangladeshi Islamists on ISKCON। ইসকনকে কট্টরপন্থী ইহুদি সংগঠন আখ্যা বাংলাদেশি জঙ্গি নেতাদের

Spread the love

বাংলাদেশে ফের একবার ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। এই দাবিতে সম্প্রতি তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশি মৌলবাদী সংগঠন হেফাজতে ইসলাম। তারা ইসকনকে চরমপন্থী হিন্দুত্ববাদী সংগঠন হিসেবে বর্ণনা করেছে হেফাজতে ইসলামি। ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে হেফাজতে ইসলামের এই বিক্ষোভ হয়। সমাবেশে বক্তারা বলে, পাহাড় ও সংখ্যালঘুদের ওপর হামলা হলে প্রধান উপদেষ্টারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া দেখান, কিন্তু কোনও ইমাম বা খতিবের ওপর হামলা হলে কোনো সাড়া পাওয়া যায় না।

সমাবেশে আশরাফ বিন ইয়াকুব বলেন, ‘সরকারের উচিত অবিলম্বে বাংলাদেশে ইসকন নিষিদ্ধ করা। মাকিল আলিফ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। এর আগে গত বছরের ২৬ নভেম্বর প্রাক্তন ইসকন সদস্য চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের সঙ্গে পুলিশ ও ইসলাপন্থীদের সংঘর্ষে আলিফ নিহত হয়েছিলেন। এদিকে আল-কায়দার সঙ্গে যুক্ত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য জসিম উদ্দিন রাহমানি বলে, ‘ইসকন কোনও হিন্দু সংগঠন নয়। এটি ইহুদিদের একটি চরমপন্থী সংগঠন। তারা একের পর এক অপরাধ করছে।’ এর পাশাপাশি ইন্তিফাদা বাংলাদেশের সদস্য আহমদ রফিক বলেন, ‘আমাদের মধ্যে একজন ইমাম যখন ইসকনের বিরুদ্ধে কথা বলে, তখন তাকে অপহরণ করা হয়। শিকল দিয়ে বেঁধে মারধর করা হয়। এর পরেও সরকার নীরব রয়েছে এবং আসামিদের বিচার থেকে বাঁচাচ্ছে।’

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই ইসকনের বিরুদ্ধে বিক্ষোভ বেড়েছে বাংলাদেশে। ইসকনের বেশ কয়েকটি মন্দির ও কেন্দ্রকে টার্গেট করা হয়েছিল। প্রাক্তন ইসকন সদস্য তথা বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বিশিষ্ট নেতা কৃষ্ণ দাস প্রভুকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইসকনের ১৭ জন সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছিল।

এরই মাঝে আবার লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা এবং ২৬/১১ মুম্বই জঙ্গি হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী ইবতিসাম ইলাহি জহির আজকাল বাংলাদেশে খুব সক্রিয়। রিপোর্ট অনুযায়ী, উস্কানিমূলক বক্তব্য দিতে এবং মৌলবাদী শক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য ইবতিমাস ইলাহি দেশের বেশ কয়েকটি স্পর্শকাতর সীমান্তবর্তী জেলায় যাচ্ছে। ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে বলা হয়েছে, ইবতিমাস ইলাহি জহির পাকিস্তানের মারকাজি জমিয়তে আহলে হাদিসের সাধারণ সম্পাদক। জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর ঢাকায় পৌঁছে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *