BSNL Recharge Plan Latest Update। সস্তা হয়ে গেল এই রিচার্জ প্যাক! মিলছে ডিসকাউন্ট

Spread the love

বিএসএনএল প্রায়শই গ্রাহকদের জন্য নতুন-নতুন অফার নিয়ে আসছে, যাতে জিয়ো, এয়ারটেল, ভিআইয়ের মতো কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। সেই রেশ ধরে বিএসএনএল ১৯৯ টাকার প্রিপেড প্ল্যানে বিশেষ ডিসকাউন্ট অফার ঘোষণা করেছে, যা সীমিত সময়ের জন্য প্রযোজ্য। এই প্ল্যানে ব্যবহারকারীরা আনলিমিটেড কলিং, দৈনিক ডেটা লিমিট এবং বিনামূল্যে এসএমএস-সহ সহ অনেক সুবিধা পাবেন। মূলত উৎসবের মরশুমকে মাথায় রেখে সেই ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই অফারটি সেইসব গ্রাহকদের জন্য ফাটাফাটি, যাঁরা কম বাজেটে রিচার্জ করতে চান এবং দীর্ঘ ভ্যালিডিটির প্ল্যান নেন না।

কত শতাংশ ছাড় পাওয়া যাবে?

ফেস্টিভ অফারের অধীনে গ্রাহকরা এই প্ল্যানে ২.৫ শতাংশ ছাড় পাবেন। এই অফারটি ১৮ অক্টোবর থেকে পাওয়া যাচ্ছে। পাওয়া যাবে আগামী ১৮ নভেম্বর, পর্যন্ত। এই প্ল্যানে ২.৫ শতাংশ ছাড়ের অর্থ হল যে আপনাকে ১৯৪ টাকার মতো দিয়ে রিচার্জ করতে হবে। আপনি যদি ১৯৯ টাকার প্ল্যানটি নেওয়ার কথা ভাবেন, তবে এটি এখনও বেশ সস্তা এবং লাভজনক। এই অফারটি সীমিত সময়ের জন্য এবং এটি সারা দেশের সমস্ত BSNL সার্কেলে চালু করা হচ্ছে। যে ব্যবহারকারীরা BSNL অ্যাপ বা ওয়েবসাইট থেকে অনলাইনে রিচার্জ করবেন, তাঁরা এই অফারটি পেয়ে যাবেন।

BSNL-এর ১৯৯ টাকার প্ল্যানের অফার

১) BSNL-র ১৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা লোকাল বা STD উভয় ক্ষেত্রেই আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা পাবেন।

২) প্রতিদিন ২ জিবি হাইস্পিড ডেটা দেওয়া হয়। হাইস্পিড ডেটা শেষ হয়ে গেলে ইন্টারনেটের স্পিড 40 Kbps হয়ে যাবে।

৩) প্রতিদিন ১০০টি এসএমএসের সুবিধাও পান।

৪) এই প্ল্যানের ভ্যালিডিটি ৩০ দিন। অর্থাৎ গ্রাহকরা এক মাস কোনও সমস্যা ছাড়াই কলিং এবং ডেটার আনন্দ উপভোগ করতে পারবেন।

৫) বিএসএনএলের তরফে এই প্ল্যানে কোনও OTT বা অতিরিক্ত পরিষেবা অন্তর্ভুক্ত করা হয়নি, যাতে এটি সস্তা এবং জনপ্রিয় থাকে।

ফেস্টিভ ডিসকাউন্টের সুবিধা কীভাবে পাবেন?

আপনি যদি বিএসএনএলের গ্রাহক হন, তবে এই অফারের সুবিধা নেওয়া খুব সহজ। My BSNL App ডাউনলোড করুন অথবা bsnl.co.in-এ যান। আপনার মোবাইল নম্বর দিন এবং ‘Recharge’-তে গিয়ে ১৯৯ টাকার প্ল্যানটি বেছে নিন। ডিসকাউন্ট মূল্য দেখতে পাবেন। পেমেন্ট করুন। রিচার্জ সম্পূর্ণ হওয়ার সঙ্গে-সঙ্গেই পরিষেবা সক্রিয় হয়ে যাবে। অফলাইন ব্যবহারকারীরাও BSNL স্টোর বা রিচার্জ কাউন্টারে গিয়ে এই প্ল্যানের সুযোগ নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *