Cyclone Montha & WB Heavy Rain। আজই ল্যান্ডফল দক্ষিণবঙ্গের কোথায় কবে ভারী বৃষ্টি হবে?

Spread the love

প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত মন্থা। ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়টির গতিবেগ থাকবে সর্বোচ্চ ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গে আচমকা পালটে যাবে আবহাওয়া। দক্ষিণবঙ্গের একধিক জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টি হতে পারে। বর্তমানে এই ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে আছে। দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর দিয়ে ঘূর্ণিঝড় মন্থা গত ৬ ঘণ্টা ধরে ১৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে।

আজ, ২৮ অক্টোবর ২০২৫ তারিখে ভোর সাড়ে ৫টা নাগাদ এই ঘূর্ণিঝড়টি মছিলিপট্টনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ১৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে, কাকিনাড়া (অন্ধ্রপ্রদেশ) থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, বিশাখাপত্তনম (অন্ধ্রপ্রদেশ) থেকে ৩৪০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, গোপালপুর (ওড়িশা) থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে ছিল। এই ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে আজ সন্ধ্যা বা রাত নাগাদ মছিলিপট্টনম এবং কলিঙ্গপট্টনমের মাঝামাঝি এলাকা দিয়ে ভূভাগে প্রবেশ করবে।

এই ঘূর্ণিঝড়ের জেরে আজ, ২৮ অক্টোবর থেকে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি শুরু হতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি থাকবে। এদিকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হতে পারে ভারী বৃষ্টি। এরপর ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের সব জেলায় ঝোড়ো হাওয়ার জন্য জারি থাকবে হলুদ সতর্কতা। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

৩০ অক্টোবরও দক্ষিণবঙ্গের সব জেলায় জারি থাকবে হলুদ সতর্কতা। এর মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে। তারপর ৩১ অক্টোবর ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কতা জারি থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়ায়। এর মধ্যে সেদিন ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং মুর্শিদাবাদে। এদিকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে অল্প-বিস্তর।

এদিকে আজ, ২৮ অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। ২৯ অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। ৩০ অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। ৩১ অক্টোবর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস। ১ নভেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। ২ নভেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। ৩ নভেম্বর কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *