ED Raid in Kolkata’s Beleghata। সকাল সকাল বেলেঘাটায় অভিযানে নামল ইডি

Spread the love

মঙ্গলের সকাল সকাল কলকাতায় অভিযান শুরু করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়েকদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় শহর জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছিল ইডি। আর এবার ফের তৎপর কেন্দ্রীয় আর্থিক তছরুপ তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে, বেলেঘাটার ৭৫ নম্বর হেমচন্দ্র নস্কর রোডে একটি বাড়িতে অভিযান চালায় ইডি। সেই ঠিকানায় বসবাস করেন দুই ব্যবসায়ী ভাই। তাঁদের নাম – বিশ্বজিৎ চৌধুরী ও রণজিৎ চৌধুরী। সেখানে ৬ ইডি আধিকারিক ছাড়াও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছেছেন।

জানা গিয়েছে, বিশ্বজিৎ চৌধুরী কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। এদিকে রণজিৎ চৌধুরী যুক্ত নির্মাণ ব্যবসার সঙ্গে। তাঁদের বাড়িই ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। তবে এই দুই ভাইয়ের মধ্যে কার বিরুদ্ধে ইডি তদন্তে নেমেছে, তা এখনও স্পষ্ট নয়। জানা যায়, আজ সকালে বেলেঘাটায় বিশ্বজিৎ ও রণজিতের বাড়ির সামনে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল ইডিকে। বাড়ির বাইরের লোহার গেট বারবার ধাক্কা দিয়ে বাড়ির লোকদের ডাকতে থাকেন ইডি কর্তারা। বেশ কিছুক্ষণ পরে এক নিরাপত্তারক্ষী আসেন গেটে। ইডি অফিসাররা নিজেদের পরিচয় দিলে সেই নিরাপত্তরক্ষী গেট খুলে দেন।

এদিকে কোন মামলা বা অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়েছে, সেই বিষয়ে ইডি এখনও স্পষ্ট ভাবে কিছু জানায়নি। এদিকে অভিযান প্রসঙ্গে ব্যবসায়ী রণজিৎ চৌধুরী সংদমাধ্যমকে জানানা, ঠিক কী কারণে এই অভিযান বা কোন মামলার পরিপ্রেক্ষিতে তদন্ত, সেই বিষয়ে ইডি অফিসাররা নাকি তাঁদেরও কিছুই জানাননি এখনও। তাঁর কথায়, ‘ওরা এখনও আমাদের কিছুই বলেননি। আমরা দুই ভাই পেশায় ব্যবসায়ী।’ রণজিৎ চৌধুরী বলেন, ‘১৯৯৬ সাল থেকে রিয়েল এস্টেটের ও কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে আমার। ইতিমধ্যে পুরীতেও দু’টি হোটেল খুলেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *