দিল্লিতে দুই সন্দেহভাজন আইসিস জঙ্গিকে গ্রেফতার করা হল। সংবাদসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, দিল্লি পুলিশের স্পেশাল সেলের তরফে বলা হয়েছে যে ‘একটি আইসিস মডিউল ফাঁস করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে দুই সন্দেহভাজন জঙ্গিকে। এক সন্দেহভাজন জঙ্গি দিল্লির বাসিন্দা। অপরজনের বাড়ি মধ্যপ্রদেশে। দিল্লির যেখানে প্রচুর মানুষের যাতাযাত আছে, সেখানে নিশানা করা হয়েছিল।’
