‘মেয়েটা কালোর মধ্যে মিষ্টি’ অথবা ‘খুব মোটা কিন্তু মুখটা সুন্দর’, এমন কথার মুখোমুখি হন বহু মেয়ে। এবার সেই নিয়েই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করলেন ইউটিউবার ঋলম গুপ্ত।ঝিলম লেখেন, ‘তোর দাঁত বড়। মুলোর মতো দাঁত। কি দিয়ে দাঁত মাজিস? ওই তো হনুমানের মতো দাঁত, ওই দাঁত বের করে এত হাসি কিসের? এসব বলা হতো আমায়। আত্মীয়দের মতো দেখতে কিছু দুপেয়ে প্রাণী, বন্ধুদের মতো দেখতে কিছু দুপেয়ে প্রাণী, শিক্ষক শিক্ষিকা নামক কিছু দুপেয়ে প্রাণীদের উক্তি এগুলো। এসব এখনও বলা হয়। এই তো সেদিন, আমি নাম না করে একটা পোস্ট করলাম। কারোর রূপ নিয়ে সেখানে কিছু বলা নেই। দুপেয়ে মানবীর মতো দেখতে এক জীব এসে বলে গেল, আপনার তো মুলোর মতো দাঁত।’
এরপর বহু মেয়ের হয়েই প্রতিবাদে সামিল হন ঝিলম। জানান কীভাবে নিজেকে নিয়ে তিনি ভীষণ খুশি। কোনোরকম অপরিপূর্ণতা বা নিজেকে নিয়ে কোনো হীনমন্যতা নেই তাঁর। লেখেন, ‘আমি নিশ্চিত ভাবে বলতে পারি, পৃথিবীতে রূপ নিয়ে খোঁটা আমার মতো অনেককে শুনতে হয়েছে, হয়, হচ্ছে এবং হবে। কারণ মানুষ নামের বহু দুপেয়ে স্কুল কলেজ থেকে সার্টিফিকেট পায়, কিন্তু শিক্ষা পায় না। আমি সারা জীবনে গায়ের রঙ টং নিয়ে নয়, যা শুনেছি তার সবটাই দাঁত নিয়ে। এবার একটা কথা বলি শুনুন। আমার দাঁত আমার কাছে খুব সুন্দর। আমার নিজেকে দেখতে বেশির ভাগ সময় খুব ভালো লাগে। আমি ভিডিয়ো করার সময় বাদে খুব হাসি। মুখ চেপে জীবনেও হাসিনি। আমার দাঁতের সেটিং আমার নিজের সেরা মনে হয়। বহুবার এই দাঁত নিয়ে কথা শোনার পরেও মনে হয়।’

এরপর রূপ নিয়ে সবসময় কটাক্ষের মুখে পড়া মেয়েদের উদ্দেশে ঝিলম লেখেন, ‘আপনার দাঁত উঁচু হোক, নিচু হোক, ভাঙা হোক, আপনি কালো হোন, মোটা হোন, যাই হোন, আপনার তুলনা শুধুমাত্র আপনি নিজে। এই সব ব্যাঙ্গ বিদ্রুপ শুনে শুনে যদি মনে হয় আপনার ভেতরটা ঝাঁজরা হয়ে গেছে, তাহলে এখনই বুক চিতিয়ে দাঁড়াবেন আয়নার সামনে। নিজের চোখে চোখ রেখে বলবেন, এত শক্তি তোমার ভেতর? আগে তো বুঝিনি! আপনি ভীষন সুন্দর। বড্ড সুন্দর। মায়ের মত সুন্দর। গাছের মত সুন্দর। মেঘের মত সুন্দর। আপনার মতো আর কেউ নেই।’