Realme GT 7T discount। ৭০০০ mAh ব্যাটারি, ১২ জিবি RAM- এই দিনের মধ্যে ফোন কিনলেই ফাটাফাটি ছাড়

Spread the love

আপনি যদি ১২ জিবি RAM যুক্ত একটি দুর্দান্ত ফোন কিনতে চান, তাহলে Realme GT 7T আপনার জন্য দারুণ অপশন হতে পারে। সবথেকে বড় ব্যাপার হল যে উৎসবের মরশুমের ডিল শেষ হয়ে যাওয়ার পরেও এই ফোনটি অ্যামাজনে দারুণ অফারের সঙ্গে পাওয়া যাচ্ছে। ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজযুক্ত এই ফোনের দাম অ্যামাজনে ৩৭,৯৯৯ টাকা। আগামী ৩১ অক্টোবরের মধ্যে আপনি এই ফোনটি ৪,০০০ টাকার ফ্ল্যাট ডিসকাউন্টে কিনতে পারবেন। ফোনে ১,১৩৯ টাকা পর্যন্ত ক্যাশব্যাকও দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ অফারে আপনি এই ফোনের দাম আরও কমাতে পারেন। মনে রাখবেন যে এক্সচেঞ্জ অফারে প্রাপ্ত ডিসকাউন্ট আপনার পুরনো ফোনের কন্ডিশন, ব্র্যান্ড এবং কোম্পানির এক্সচেঞ্জ নীতির উপর নির্ভর করবে।

Realme GT 7T-র ফিচার এবং স্পেসিফিকেশন

১) এই ফোনে একটি ৬.৭৮ ইঞ্চির OLED ডিসপ্লে দিচ্ছে। ফোনে দেওয়া এই ডিসপ্লে ১২০Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। এই ডিসপ্লের পিক ব্রাইটনেস লেভেল ৬০০০ নিটস পর্যন্ত।

২) ফোনে ১২ জিবি পর্যন্ত LPDDR4x RAM এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 4.0 স্টোরেজ আছে। প্রসেসর হিসেবে ফোনে আপনি Dimensity 8400 Max চিপসেট পাবেন।

৩) ফটোগ্রাফির জন্য ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা দেওয়া হয়েছে। এছাড়াও আট মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরাও রয়েছে। সেই ফোনের সেলফি ক্যামেরা ৩২ মেগাপিক্সেলের।

৪) রিয়েলমির এই ফোনের ব্যাটারি হল ৭০০০ mAh। এই ব্যাটারিতে ১২০ W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

৫) ফোনে আপনি IP69 ওয়াটারপ্রুফ রেটিংও পাবেন।

৬) এই ফোনে অ্যান্ড্রয়েড ১৫ আছে। সেটার উপরে ভিত্তি করে Realme UI 6.0 চলে।

৭) বায়োমেট্রিক সুরক্ষার জন্য, ফোনে একটি ইন-ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

৮) কানেক্টিভিটির জন্য, ফোনে 5G, ডুয়াল 4G VoLTE, জিপিএস ডুয়াল ব্যান্ড, এনএফসি এবং ইউএসবি টাইপ-সি পোর্ট আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *