ক্রিকেট আর বিনোদন জগতের আঁতাত নতুন কিছু নয়। তা সে মনসুর আলি খান পতৌদির সঙ্গে শর্মিলা ঠাকুরের বৈবাহিক জীবন হোক, বা বর্তমান সময়ের বিরাট-অনুষ্কা, কেএল রাহুল-আথিয়া শেট্টি। আমাদের বাংলাতেও কিন্তু আছে এমন জুটি, সৌরভ ও ডোনা গঙ্গোপাধ্যায়। যদিও ডোনা অভিনেত্রী নন, নৃত্যশিল্পী। তবুও তিন বিনোদন জগতের অংশ তো বটেই!
সৌরভ ও ডোনার প্রেম-বিয়ে কোনো সিনেমার গল্পকেও হার মানাতে পারে। ছোটবেলা থেকেই তৈরি হয়েছিল একে-অপরের প্রতি ভালোলাগা। ডোনা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘একদম পাশের বাড়ি তো। তখন থেকেই আলাদ। দেখতাম ছোট্ট সুন্দর বাচ্চা একটা ছেলে ক্রিকেট খেলছে। আমি বারান্দায় এসে ওকে দেখতাম। ছোটবেলা থেকে ভালোলাগা ছিল। একটু একটু কথা হত। ওই পর্যন্তই। ওই যখন থেকে হয় না, এবার একটা বয়ফ্রেন্ড থাকলে হয়। তখন থেকে হয়তো প্রেমটা শুরু হয়েছিল। কোনও বন্ধু হয়তো বলেছিল, ভালোলাগে যখন গিয়ে বল…’
লুকিয়ে প্রেমপত্র লেখার কথাও জানিয়েছিলেন ডোনা। জানালেন গব্বর নামে সৌরভের এক ভাইয়ের হাত দিয়ে হত প্রেমপত্র চালাচালি। প্রথমবার একসঙ্গে কোথাও যাওয়ার স্মৃতিচারণ করে ডোনা বললেন, ‘প্রথম দেখা আমার মনে আছে আমাকে গাড়িতে তুলে টিউশনে ড্রপ করে দিয়েছিল। আমি ঠিকানাটা খুঁজে পাচ্ছিলাম না। চেতলায় ছিল ওটা। আর দুজনে খেতে গিয়েছিলাম চাইনিজ রেস্তোরাঁ ম্যান্ডারিনে। তখন ক্লাস ১১-১২-এ পড়ি।’
