WB industrial investment। বাংলার শিল্পে ১০,০০০ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা

Spread the love

পশ্চিমবঙ্গে ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের ঘোষণা করল রশ্মি গ্রুপ। কলকাতার সংস্থার তরফে জানানো হয়েছে, ১০,০০০ কোটি টাকা লগ্নি পরিকল্পনার আওতায় পুরুলিয়ায় একটি ইন্টিগ্রেটেড ইস্পাত কারখানা চালু করা হচ্ছে। যে কারখানার বার্ষিক উৎপাদন ক্ষমতা ২৮ লাখ টন হবে। সেইসঙ্গে পুরুলিয়াতেই ৪০০ মেগাওয়াটের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরির ঘোষণা করেছে রশ্মি গ্রুপ। সেই দুটি প্রকল্পের কাজ যাতে দ্রুত শেষ করা যায়, সেজন্য ‘আল্ট্রা মেগা প্রজেক্ট’-র তকমা দেওয়া হয়েছে। ওই তকমা পাওয়ার ফলে দ্রুত যাবতীয় অনুমোদন মিলবে বলে সূত্রের খবর।

কারখানার জন্য ইতিমধ্যে বরাদ্দ জমি

রাজ্য সরকার সূত্রের খবর, রশ্মি গ্রুপের সেই মেগা প্রকল্পের জন্য ইতিমধ্যে ৯৩৮ একর জমি বরাদ্দ করা হয়েছে। আপাতত হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আর চলতি বছর শেষ হওয়ার আগেই তাঁদের হাতে জমির মালিকানা চলে আসবে বলে আশাপ্রকাশ করেছেন রশ্মি গ্রুপের কর্পোরেট বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট জয়ন্ত ঘোষ।

কতদিনের মধ্যে কাজ শেষ হয়ে যাবে?

রশ্মি গ্রুপের কর্পোরেট বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট জানিয়েছেন, ১০,০০০ কোটি টাকা বিনিয়োগের যে পরিকল্পনা নেওয়া হয়েছে, সেটার আওতায় ইন্টিগ্রেটেড ইস্পাত কারখানা এবং তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০৩০ সালের মধ্যে ওই প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। আর সেই প্রকল্পের হাত ধরে ১৮,০০০ চাকরি তৈরি হবে বলে আশাপ্রকাশ করেছেন রশ্মি গ্রুপের কর্পোরেট বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট।

এমনিতে আপাতত রশ্মি গ্রুপ যে ইন্টিগ্রেটেড ইস্পাত কারখানা চালায়, তার বার্ষিক উৎপাদন ক্ষমতা হল ৮৩ লাখ মেট্রিক টন। আর বার্ষিক অ্যালুমিনিয়াম উৎপাদনের ক্ষমতা হল দু’লাখ মেট্রিক টন। সেইসঙ্গে বার্ষিক ১৯ লাখ ক্ষমতা সম্পন্ন সিমেন্ট কারখানা চালায়। আর বছরে ১,০৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনও করে থাকে। সেইসঙ্গে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে পাঁচটি কয়লা খনির ব্লক তৈরি করছে রশ্মি গ্রুপ।

পশ্চিমবঙ্গকে ‘পাওয়ার হাউস’ গড়ে তোলাই লক্ষ্য

ওই গ্রুপের তরফে জানানো হয়েছে, শিল্পের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্যমাত্রা এবং স্বপ্ন রেখেছে, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখেই তারা এগিয়ে চলেছে। রশ্মির গ্রুপের যুগ্ম সভাপতি এলবি চৌরাসিয়া দাবি করেছেন, তাঁরা যে কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ করলেন, সেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সম্ভাবনার উপরে তাদের কতটা আস্থা আছে। শুধু তাই নয়, পূর্ব ভারতে পশ্চিমবঙ্গকে ‘পাওয়ার হাউস’ করে তোলার ক্ষেত্রে রশ্মি গ্রুপ যে প্রতিজ্ঞাবদ্ধ, সেটাও স্পষ্ট হয়ে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *